লক্ষ্মীবাই । R6:à জয় করিয়া, ফিরিয়া আবার দেশীয় রাজাদিগকেই সেই সব রাজ্যে রাজা করিয়া বসাইয়াছেন, তাহারা ইংরেজরাজের নিকট হইতে প্রাপ্ত ভুসম্পত্তির জায়গীরের অধিকারীর মত। নিঃসন্তান অবস্থায় তাহারা যদি দত্তক রাখেন, তবে সেই দত্তক তাহদের ব্যক্তিগত সম্পত্তির অধিকারী হইতে পরিবেন, কিন্তু রাজ্যের অধিকারী হইতে পরিবেন না। এরূপ স্থলে রাজ্য ইংরেজরাজসরকারের শাসনাধীনে আসিবে । এই নিয়মানুসারে লর্ড ডালহৌসি, সেতারা, নাগপুর ও বাক্ষসী অধিকার করিলেন । রাজ্য গেল, পুত্রের অধিকার লোপ পাইল ; লক্ষনীবাই ইহাতে যার-পর-নাই ব্যথিত হইলেন। তাহার স্বামীর গৃহীত দত্তক যে, হিন্দুশাস্ত্রবিধানের এবং দেশের প্রচলিত প্রথার অনুসারে তঁাহার স্বামীর রাজ্যের প্রকৃত অধিকারী, এইরূপ অনেক যুক্তি দেখাইয়া তিনি গবর্ণমেণ্টের নিকট রাজ্যের জন্য অনেক প্রার্থনা করিলেন । কিন্তু তাহার প্রার্থনা অগ্রাহ বলিয়া বিবেচিত হইল। " ইংরেজ রাজপ্রতিনিধির সঙ্গে যখন তাহার এ বিষয়ে আলাপ হয়, তখন তাহার সকল যুক্তি ও সকল অনুরোধ অগ্রাহ হইল। দেখিয়া রোব্যে ও ক্ষোভে উত্তেজিত হইয়া তেজস্বিনী লক্ষীবাই দৃঢ়স্বরে বলিলেন,-- “মেরি বাক্ষসী দেঙ্গে নেহি ।” * (অর্থাৎ, আমার বাক্ষসী দিব না। )
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।