পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व्यूौबाई । E9 ১৭৫৭ খৃষ্টাব্দের মে মাসে বেহার হইতে দিল্লী পর্য্যন্ত সমস্ত উত্তরভারতে এবং মধ্যভারতের অনেক স্থলে সিপাহীরা বিদ্রোহী হইয়া উঠিল। বিদ্রোহী সিপাহীরা তাহদের ইংরেজ কর্ম্মচারীদিগকে গুলি করিয়া মারিতে লাগিল । যে যে স্থানে বিদ্রোহ হইল, ইংরেজ অধিবাসীরা সপরিবারে স্থানীয় দুৰ্গে আশ্রয় লাইলেন। কিন্তু সিপাহীরা যেখানে এই সব দুর্গ অধিকার করিতে পারিল, ইংরেজ স্ত্রীপুরুষ বালকবালিকা সকলকেই গুলি করিয়া মারিল । অন্য যে ভাবে যেখানে কোন ইংরেজ তাহাদের হাতে পড়িত, সকলকেই তাহারা এইরূপ নির্দয়ভাবে মারিত। কিন্তু সিপাহীরা এইরূপ নিষ্ঠৱ ব্যবহার করিলেও দেশের গ্রামবাসী অনেক স্ত্রীপুরুষ অনেক পলাতক ইংরেজ-পরিবারকে আশ্রয় দিয়া রক্ষা করিয়াছেন । সিপাহীরা জানিতে পারিলে ধনেপ্রাণে ইহাদের সর্বনাশ করিবে জানিয়াও, ইহার এদেশীয় নরনারীর স্বাভাবিক কোমল ও পরদুঃখকাতর প্রকৃতির বশে, কোন ভয়েই বিপন্নকে আশ্রয়দানে রক্ষা করিতে কুষ্ঠিত হন काड्ने । সিপাহীরা দিল্লীর বাদসাহনামধারী বৃদ্ধ বাহাদুর সাহকে ভারতসম্রাটু বলিয়া ঘোষণা করিল। তিনি ও র্তাহার পুত্রগণ৷ ইহাদের সঙ্গে যোগ দিলেন। কাণপুরে বিদ্রোহীদের একটি প্রধান কেন্দ্রস্থল হইল । নানাসাহেব সেখানে তঁহাদের নেতা হইলেন। তঁতিয়াটোপে নামক একজন মারাঠা ব্রাহ্মণ। কখনো