পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अन्ौदहै । R8 8t হত্যা করিল। দুইজন পুরুষ ও একটি স্ত্রীলোক মাত্র অতি কষ্টে পলাইয়া রক্ষা পান। কোন কোন ইংরেজ লেখক বলেন,-রাণীর আদেশে বা জ্ঞাতসারে রাণীর লোকজনও সিপাহীদের সঙ্গে ভীষণ হত্যাকাণ্ডে যোগ দেয়। কয়েকজন ইংরেজকর্ম্মচারী সাহায্যের জন্য রাণীর নিকট যাইতেছিলেন ; পথে রাণীর লোকেরা হঁহাদিগকে বন্দী করিয়া রাণীর নিকট লইয়া যায়। রাণী ইহাদিগকে সিপাহীদের হাতে দেন এবং সিপাহীরা হাতে পাইয়াই ইহাদিগকে হত্যা করে ।--কিন্তু একজন বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক অনেক অনুসন্ধান করিয়া লিখিয়াছেন, রাণী বা রাণীর লোকজন কোন ভাবেই এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিলেন না। যে দুইজন সাহেব পলাইয়া প্রাণরক্ষা করেন, তাহদের মধ্যে একজন পরে রাণীর পোষ্যপুত্র দামোদর রাও এর নিকট পত্র লিখিয়া জানান যে, রাণীর নামে এই কলঙ্ক মিথ্যা। হত্যার সহায়তা করা দূরে থাকুক, রাণী বিপদে তাহাদিগকে আশ্রয় দিয়া, আহার দিয়া, এমন কি, লোকজন দিয়াও সাহায্য করেন। দুৰ্গ অধিকার ফরিয়া সিপাহীরা রাণীর প্রাসাদ আক্রমণ করিল। যুদ্ধের ব্যয্যের জন্য রাণীর কাছে তাহারা তিন লক্ষ টাকা চাহিল ৷ টাকা না দিলে তাহারা রাণীর প্রাসাদ তোপের মুখে উড়াইয়া দিবে, এই ভয় দেখাইল । Q রাণীর এত টাকা দিবার শক্তি ছিল না । তিনি মার্জনার জন্য অনেক মিনতি করিলেন । কিন্তু সিপাহীরা শুনিল না ।