পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ribe जी-माट्टो । হল, অপর দিকে তেমনি দয়া কোমলতা প্রভৃতি গুণে তাহার রমণীহৃদয় পূর্ণ ছিল। রাণীর বয়স এই সময় ২২ ৷৷ ২৩ বৎসর মাত্র ছিল । দেখিতেও তিনি অতি সুন্দরী ছিলেন। প্রতিভায় উজ্জ্বল, যৌবনউদ্ভাসিত সৌন্দর্য্যে তঁাহাকে সাক্ষাৎ দেবীমূর্ত্তির মত দেখাইত। দেবীর ন্যায় উজ্জ্বল রূপময়ী মূর্ত্তিতে, রাণীর ন্যায় দৃঢ়তা ও তেজস্বিতায়, মাতার ন্যায় স্নেহময় কোমল ব্যবহারে, ভয়, ভক্তি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় অনুগত লোকজন, সৈন্যগণ ও প্রজাগণ সকলেই রাণীর নিতান্ত বশীভুত হইয়াছিল। বিখ্যাত ইংরেজসেনাপতি সার হিউ রোজ রাণীর সঙ্গে যুদ্ধ করেন । তিনি নিজে রাণীর এই সব গুণ উল্লেখ করিয়া বলিয়াছেন, রাণীর গুণে রাণীর প্রজা ও সৈন্যগণ র্তাহার এত বশীভুত যে, রাণীই তঁহাদের শক্রগণের মধ্যে সর্বাপেক্ষা অধিক ভয়ের পাত্রী । বৈধব্যের পর হইতে রাণীর দৈনিক জীবন। এইভাবে কাটিত :-শেষ রাত্রিতে উঠিয়া স্নান করিয়া তিনি বেলা ৭৪৬ দণ্ড পর্যন্ত শিবপুজা করিতেন। তারপর উপযুক্ত পরিচ্ছদ পরিয়া রাজপ্রাসাদের প্রাঙ্গণেই প্রায় দুইঘণ্টাকাল ঘোড়ায় DD BBDBSS LB DDBB 0LS0 ttt BBD DDD প্রত্যহ সকল গুলিকেই এইরূপে চালনা করিতেন । এই ব্যায়ামের পর আবার স্নান করিয়া ব্রাহ্মণ ও দীন দুঃখীকে দান করিয়া রাণী আহার করিতেন । আহারের পর বোলা প্রায় তিনটা পর্য্যন্ত ছোট ছোট কাগজে রামনাম