লক্ষ্মীবাই । V লাইয়াও রাণী এমন বেগে ও বিক্রমে ইংরেজ সৈন্যের এক ভাগ আক্রমণ করিলেন, যে, তাহারা সে বিক্রম সন্থা করিতে না। পারিয়া হটিয়া গেল। কিন্তু অন্য দিকে নূতন একদল ইংরেজসৈন্য আসিয়া উপস্থিত হইল। রাওসাহেব পরাজিত হইয়া র্তাহার সৈন্য লইয়া পলায়ন করিলেন। অগত্যা রাণীও যুদ্ধক্ষেত্র ত্যাগ করিতে বাধ্য হইলেন । এই যুদ্ধের পর কাল্পীও ইংরেজের হাতে পড়ল। রাওসাহেব ও তঁহার সহযোগী কেহ কেহ যুদ্ধ ত্যাগ করিয়া পলায়নের চেষ্টা করিলেন । কিন্তু রাণী ইহাতে বাধা দিয়া কহিলেন, পলায়নে তাহাদের সকল আশা একেবারে শেষ হইবে। এরূপ অরক্ষিত অবস্থায়ও যুদ্ধে আত্মরক্ষা করা যাইবে না। সুতরাং কোন দুর্গ অধিকার করিয়া সেখানে সৈন্যবল রাখিয়া যুদ্ধ চালান প্রয়োজন। নিকটে সিন্ধিয়ার গোয়ালিয়র দুৰ্গ পর্বতের উপর বিশেষ দৃঢ় ভাবে স্থাপিত ও গঠিত । সিন্ধিয়া ইংরেজের পক্ষে আছেন সত্য, কিন্তু এই দুৰ্গ যদি তাহারা অধিকার করিতে পারেন, তবে দুৰ্গস্থ সিন্ধিয়ার সৈন্যগণকেও তঁাহারা আপনাদের মতে আনিতে পরিবেন। এমন • দৃঢ় দুর্গ এবং দুর্গের সৈন্য ও অস্ত্রশস্ত্র সব হাতে পাইলে তঁহাদের শক্তি অনেক বাড়িবে। তাহারা সবলে যুঝিতে পরিবেন। রাণীর এই প্রস্তাবে তান্তিয়াটোপে সম্মত হইলেন। সৈন্য লাইয়া সকলে গোয়ালিয়রের দিকে অগ্রসর হইলেন । রাও সাহেবের বিরুদ্ধে যুদ্ধের কথা উঠিলে সৈন্যগণ উত্তেজিত
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।