পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RUbby vity-sit হইয়া বিদ্রোহী হইতে পারে, এই ভয়ে সিন্ধিয়া ও তঁাহার চতুর মন্ত্রী, মুখে তাহাদিগকে বন্ধুত্ব জানাইয়া যেন তাহাদের অভ্যর্থনা করিতে যাইতেছেন, এই ভাবে সৈন্য লইয়া অগ্রসর হইলেন। রাওসাহেবও তাই বুঝিয়া নিশ্চিন্ত রহিলেন। কিন্তু রাণী তাহদের গুপ্ত অভিসন্ধি বুঝিতে পারিয়া নিজের অধীন ২৩ শত সৈন্য লইয়া প্রস্তুত ছিলেন। সিন্ধিয়ার গোলন্দাজের যখন অতর্কিত রাওসাহেবের সৈন্যদের উপর কামান চালাইতে আরম্ভ করিল, তখন রাণী সহসা তাহার সৈন্য লইয়া প্রবল বেগে তাহদের কামানের মুখে গিয়া পড়িলেন। সে বেগ সহিতে না পারিয়া গোলন্দাজেরা কামান ফেলিয়া পলায়ন করিল। এদিকে সিন্ধিয়ার সৈন্যগণও অনেকে আসিয়া রাও সাহেবের সঙ্গে যোগ দিল । সিন্ধিয়া পরাজিত হইয়া অতি কষ্টেট প্রাণ লইয়া পলায়ন করিলেন। গোয়ালিয়র রাও সাহেবের হস্তগত হুইল । গোয়ালিয়র অধিকার করিয়া রাওসাহেব নানাসাহেবকে পেশোয়া এবং আপনাকে পেশোয়ার অধীন গোয়ালিয়রের শাসনকর্ত্ত বলিয়া ঘোষণা করিয়া আনন্দ উৎসব আরস্তু করিলেন। লক্ষীবাই ইহাতে বিরক্ত হইলেন। উৎসব ছাড়িয়া সৈন্যদের মধ্যে শৃঙ্খলা আনিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইতে তিনি রাও সাহেবকে অনেক অনুরোধ করিলেন। কিন্তু রাও সাহেৰ রাঙ্গীর উপদেশ গ্রহণ করিলেন না। এই সময় লার হিউরোজ