o चारी-बांदी । ছুটিতে ছুটিতে রাণী সহসা দেখিলেন-সম্মুখে একটি ছোট খাল। ঘোড়া থামিল। কিছুতেই সে, খাল পার হইতে চাহিল না । ইতিমধ্যে কয়েকজন ইংরেজ অশ্বারোহী আসিয়া পড়িল। অসিতে অসিতে ইহাদের সঙ্গে রাণীর যুদ্ধ হইল। কিন্তু তিনি একা কতক্ষণ যুদ্ধ করিবেন। মস্তকে অসির আঘাতে এবং বক্ষে সঙ্গিনের আঘাতে মুমূষ হইয়া রাণী ভূতলে পড়িলেন। নিকটে এক সন্ন্যাসীর কুটার ছিল। রাণীর একজন অনুচর তঁহাকে সেই কুটীরে নিয়া গেল। সন্ন্যাসী রাণীর মুখে গঙ্গাজল দিলেন। দেখিতে দেখিতে রাণীর অমর আত্মা নশ্বর দেহ ত্যাগ করিয়া চলিয়া গেল । সর্ব্বত্র সিপাহীবিদ্রোহের নিবৃত্তি হইল। দিল্লীর বাদসহ বাদসাহী নাম হারাইয়া রেঙ্গুণে নির্বাসিত হইলেন। তঁাতিয়া ধরা পড়িল। র্তাহার ফাঁসি হইল। নানাসাহেব নিরুদিষ্ট হইলেন ; তঁহার আর কোন সংবাদ পাওয়া গেল না। কুমারসিংহ যুদ্ধে পরাজিত হইয়া আর কোন আশা নাই দেখিয়া আত্মহত্যা করিলেন। তঁহার সঙ্গে তাহার পুরনারীরাও অনেকে যুদ্ধ করিতেন। শেষ যুদ্ধে যখন তাহারা দেখিলেন, আর কোন আশা নাই, তখন সকলে নিজেদের তোপের মুখে भाथ ब्राधिशों (चांथ विनद्धन कब्रिोजन। লক্ষীবাইএর পুত্রের সকল সম্পত্তি বাজেয়াপ্ত হইল। সরকার হইতে মাসিক দুই শত টাকা বৃত্তি পাইয়া তিনি ইন্দোরে গিয়া সামান্য ভাবে রহিলেন । দেশে আবার শান্তি স্থাপিত হইল ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।