কর্ম্মদেবী । SS এদিকে মহম্মদ ঘোরী দিল্পীজয়ের পর-বৎসর স্বদেশ-বৈরী কনোজরাজ জয়চন্দ্রৰ্কে পরাস্ত করিয়া কনোজ অধিকার করিলেন। ভাই ভাই যতই বিবাদ বিসম্বাদ করুক, বাহিরের শক্র কেহ গৃহ আক্রমণ করিলে সকলেরই সমান বিপদ। গৃহরক্ষায় সকলেরই তখন আত্ম-কলহ ভুলিয়া একযোগে বাহিরের শত্রুর বিরুদ্ধে দণ্ডায়মান হওয়া উচিত। কিন্তু তাহা না করিয়া এক ভাই যদি অন্যকে দমন করিবার জন্য এই বহিঃশত্রুর সহায়তা করেন, অথবা, ভাইয়ের সহায়তায় বিরত থাকেন, তবে সেই শক্র একটি একটি করিয়া ভাইদের সকলেরই সর্বনাশ করিতে পারে। মুশলমানের ভারতবিজয়ের সময় ভারতের হিন্দুরাজগণ এই অতি সহঁজ সত্যটিও, যেন, বুঝিতে পারেন নাই। তখন, মুশলমানের জয়ে ভারতবাসী হিন্দুমাত্রেরই সর্বনাশ। কিন্তু সকলের সাধারণ স্বার্থরক্ষার জন্য হিন্দুৱাজগণ সকলের সমবেত শক্তি প্রয়োগে সাধারণ-শত্রু মুশলমানের গতিরোধ করিতে কখনো চেষ্টা করেন নাই। বরং একে অন্যের বিপক্ষতা করিয়াছেন। দিল্লীর বিপদে কনোজ তাহার সহায়তা না করিয়া ং বিপক্ষতা করিল। প্রথমে দিল্লী শক্রহস্তে পতিত হইল। পরে, কনোজ একা, কনোজও পতিত হইল। এইরূপে অতি সহজে মধ্যভারতবর্ষের দুইটি পরাক্রান্ত রাজ্য মুশলমানের অধিকৃত হইল। ইহার পর অন্যান্য রাজ্যের পক্ষে আত্মরক্ষা করা অতি কঠিন হইয়া উঠিল। কিন্তু তখনও স্বাধীন হিন্দুরাজ্যগুলি একত্র মিলিত হইতে পারিল না। একটি একটি করিয়া
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।