পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | ( . ) রাণী ভবানীর নাম জানেন না, কথা প্রসঙ্গে কখনো O রাণী ভবানীর নাম মুখে আনেন নাই, এমন লোক এদেশে অতি অল্পই আছেন । দেড়শত বৎসর পূর্বে সিরাজদ্দৌলা যখন বাঙ্গালার নবাৰ, পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ে যখন এদেশে মুশলমান-শক্তির পতন হইল, ইংরেজশাসনের সূত্রপাত হইল, রাণী ভবানী তখন নাটোরের বিস্তীর্ণ জমিদারীর অধিকারিণী ছিলেন । এই জমীদারীর অধিকারিণী হইয়া, এই জমীদারীর বিপুল স্নায় দুই হাতে অকাতরে দেব-সেবায় ও লোকসেবায় ব্যয় করিয়া অসংখ্য ও অতুল কীর্ত্তিতে রাণী ভবানী বাঙ্গালার গৃহে গৃহে চিরযশস্বিনী এবং চির পুণ্যতীর্থ বারানসীতে পর্য্যন্ত প্রাতঃস্মরণীয়া হইয়া আছেন। is রাণী ভবানীর জীবন ও কৃতিত্ব বুঝিতে হইলে, মুশলমানআমলে বাঙ্গালার অবস্থা,-বিশেষতঃ বাঙ্গালার জমীদারদের অবস্থা কিছু বুঝিতে হইবে। প্রায় সাত শত বৎসর পূর্বে, খৃষ্টীয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম ভাগে প্রথমে পশ্চিম বঙ্গ, পরে আনুমানিক দুইশত বৎসরের মধ্যে পূর্ববঙ্গ মুশলমানদের অধিকৃত হয়। দিল্লীর বাদসাহরাই উত্তর ভারতে মুশলমানসাম্রাজ্যের প্রভু ছিলেন। বাঙ্গালা