রাণী ভবানী । ,象b> নবাব, শুনিয়া যার-পর-নাই ক্রুদ্ধ হইলেন। পূর্বে উদয়নারায়ণ, সীতারাম প্রভৃতি কোন কোন জমিদার এইরূপে নবাবের খাজানা বন্ধ করিয়া স্বাধীন রাজপদ লাভের চেষ্টা করিয়াছেন। রামকান্তের উপর নবাবের সন্দেহেরও কিছু কারণ হইল। তিনি আদেশ করিলেন, রামকান্তের সমস্ত সঞ্চিত ধনসম্পত্তি নবাবসরকারে বাজেয়াপ্ত হইবে এবং তঁাহার জমিদারী তাহার খুল্লতাতপুত্র দেবীপ্রসাদ পাইবেন। আদেশ প্রচার করিয়া রামকান্তের ধনসম্পত্তি হরণ করিয়া আনিবার জন্য নবাব, নাটোরে, সৈন্য পাঠাইলেন। নবাবের সৈন্য নাটোরে আসিয়া রাজবাড়ীতে প্রবেশ করিল। আত্মরক্ষা অসাধ্য দেখিয়া রামকান্ত প্রথম গর্ভবতী রাণী ভবানীকে লইয়া গোপনে পলায়ন করিলেন । ধন সম্পত্তি সব নবাবসরকারে গেল ; জমিদারী দেবীপ্রসাদের হইল। রামকান্ত মুরাসিন্দাবাদে গিয়া একটি সামান্য বাড়ী ভাড়া করিয়া স্ত্রীকে লইয়া সেখানে রহিলেন । ভবানীর অলঙ্কার ব্যতীত আর কোন সম্বল তঁাহার ছিল না। তাহাই কিছু কিছু করিয়া বিক্রয় করিয়া রামকান্ত দিন চালাইতে লাগিলেন । ( R ) একদিন দয়ারাম পান্ধী চড়িয়া মুরাসিন্দাবাদের কোন রাস্তা দিয়া যাইতেছিলেন ; উপরে কোন সামান্য গৃহের ছাদ
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।