Ty-T আর্য্য-নারী । হইতে কে ডাকিয়া বলিল,-“দয়া দাদা, আর কত দিন এ ভাবে থাকিব ?” দয়ারাম চাহিয়া দেখিলেন,দীন গৃহের ছাদের উপর দীনবেশে, বিষয় ও অশ্রুপ্রাবিত বদনে রামকান্ত দণ্ডায়মান। স্নেহময় প্রভু রাজা রামজীবনের একমাত্র পুত্র, অতুল ঐশ্বর্য্যের অধিপতি, বাল্যাবধি রাজ্যোচিত ভোগবিলাসে প্রতিপালিত, তাহার নিজের কত আদরের কত স্নেহের রামকাস্তের আজ এই অবস্থা । রাজপুত্র, রাজ্যেশ্বর রামকান্ত আজ র্তাহারি প্রতিহিংসার ফলে দীনবেশে দীনগৃহের উপরে দাড়াইয়া কাতর বচনে অশ্রুপূর্ণ নয়নে তাহার। দয়া ভিক্ষা করিতেছেন ! ছিঃ! ছিঃ! তিনি কোন প্রাণে এমন নিষ্ঠৱ ব্যবহার করিতে পারিয়াছিলেন!! তীব্র-বিষময় জ্বালা সহসা দয়ারামের মর্ম্মের মর্ম্ম পর্য্যন্ত প্রবেশ করিল। DD BBBBDS SBB BDBBBD S DD DDD DD Cso 弹 রামকান্তের হাত ধরিয়া দয়ারাম কহিলেন,- “ভাই, দুঃখ করিও না, কঁাদিও না ; আমাকে মাপ কর। আমি তোমাকে ভিখারী করিয়াছি, আবার আমিই তোমাকে রাজ্যেশ্বর করিব।” রামকান্ত আশ্বস্ত হইলেন। দয়ারাম একটু চিন্তা করিয়া কহিলেন,-“কিছু টাকা খরচ করিতে হইবে। তোমার হাতে কিছু আছে ?”
- রামকান্ত কহিলেন,-“টাকা কোথায় পাইব’? সঙ্গে কিছু