Ryby আর্য্য-নারী । এদিকে পূর্ব হইতেই দয়ারাম উপযুক্ত পোষ্যপুত্রের সন্ধান করিতেছিলেন। জামাতার মৃত্যুর পর রাণী ভবানীও পোষ্যপুত্র গ্রহণের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করিলেন । যে সব সদ্বংশজাত ব্রাহ্মণের ঘরে এখনো উপনয়ন হয় নাই এমন সুন্দর ও সুলক্ষণ বালকপুত্র আছে, সকলে নির্দিষ্ট দিনে সেই সব বালক লইয়া রাজবাটীতে আসিবেন, দয়ারাম এইরূপ ঘোষণা প্রচার করিলেন। ঘরের ছেলে যদি রাজপদ পায়, তাই অনেক পিতা, অনেক পিতামহ, অনেক খুল্লতাত, জ্যেষ্ঠতাত, অনেক ভ্রাতা নিজ নিজ ঘরের সুন্দর কুৎসিত, সুলক্ষণ কুলক্ষণ সকল প্রকার বালক লইয়াই নির্দিষ্ট দিনে রাজবাটীতে আসিলেন। (কারণ নিজের ঘরের ছেলেকে কেহ বড় কুৎসিত বা কুলক্ষণ দেখে না। ) বিস্তৃত এক সুসজ্জিত গৃহে বালকদের বসিবার স্থান করা হইল। কিন্তু রাজবাড়ীর জাকজমক, লোকজন, এবং গৃহের সাজসজ্জা দেখিয়া সকল বালকই ভয়ে জড়সড় হইয়া রহিল। একটি নিভাক বালক বারপরনাই সপ্রতিভা ভাবে ঘরে প্রবেশ করিয়াই দয়ারামকে তা’র পাদুকা খুলিয়া লইতে বলিল। দয়াৱাম হাসিয়া বালকের পাদুকা খুলিয়া দিলেন। বালক সোজা গিয়া মসলিন্দে জাকিয়া বসিল । দয়ারাম ভাবিলেন, এই বালকই রাজা বটে। রাণী ভবানীও অন্তরাল হইতে এই ঘটনা লক্ষ্য করিয়াছিলেন। তিনি দয়ারামকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন“দয়াদাদা, কোন বালককে তুমি তোমাদের রাজা বলিয়া পছন্দ
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/২৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।