পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণী ভবানী । RDt যাহা বুঝিলেন না, অবলা রমণী-নেত্রী তাহা বুঝিয়াছিলেন। সিরাজের প্রতি বাস্তবিক রোষ ও অসন্তোষের কারণ সর্বাপেক্ষা রাণী ভবানীর অধিক ছিল । কিন্তু ব্যক্তিগত অসন্তোষের কারণজাত প্রতিহিংসা মহা প্রাণ রাণী ভবানীকে তৎকালিক জাতীয় স্বার্থ সম্বন্ধে অন্ধ করিতে পারিল না । এ কার্য্যের ফলাফল তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। তাই ষড়যন্ত্রকারী জমিদারগণ এ সম্বন্ধে তাহার মত চাহিয়া পাঠাইলে তিনি তঁহাদের প্রতিকূলে মত দিলেন। ইহাদের কাপুরুষোচিত আচরণে এত বিরক্ত হইয়াছিলেন যে, কথিত আছে, ইহাদের মধ্যে প্রধান এক ব্যক্তিকে, তিনি যে পুরুষ হইয়া স্ত্রীলোকের ন্যায় আচরুণ করিতেছেন, ইহা বুঝাইবার জন্য বিক্রপছলে শাখা ও সিন্দুর পাঠাইয়া দিলেন। যাহা হউক, রাণী ভবানীর উপদেশ ও বিক্রপ কিছুতেই ইহারা নিজেদের সংকল্প ত্যাগ করিলেন না। ষড়যন্ত্রকারিগণের বাসনা ও চেষ্টা সফল হইল। ভাগীরথীীতীরে পলাশীক্ষেত্রে ক্লাইবের সঙ্গে সিরাজের যুদ্ধ উপস্থিত হইল ; সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজ পরাজিত হইলেন । তারপর পালায়িত দুর্ভাগ্য সিরাজ ধৃত হইয়া মীরজাফরের পুত্র মীরণের আদেশে নিহত হইলেন । ইংরেজের আশ্রিত মীরজাফর বাঙ্গালার নবাব হইলেন । ১০ । ১২ বৎসরের মধ্যেই বাঙ্গাল একেবারে ইংরেজের শাসনাধীনে আসিল । মীরজাফরের বংশধর নবাবগণ ইংরেজের