পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rəb vati বৃত্তি পাইয়া মুরাসিন্দাবাদে রহিলেন। বাঙ্গালার রাজধানী উঠিয়া ইংরেজ-শক্তির কেন্দ্রস্থল কলিকাতায় আসিল । ( ( ) ভািবকঠোর কর্ত্তব্যত্রত-পরায়ণ জীবন, দেবসেবা, লোকসেবা, দান ধর্ম্ম প্রভৃতি অসংখ্য সৎকর্ম্মে, অকুষ্ঠিত অজস্র ব্যয় প্রভৃতি যে সব কার্য্যে রাণী ভবানী চিরযশস্বিনী ও প্রাতঃস্মরণীয়া হইয়াছেন, এখনো আমরা তাহার কোন আলোচনা করিতে পারি DDLSSS DD DBDD DDSDD DB DD DBBB L SBBBS চিরপূজিতা, নিম্নে যথাসাধ্য তাহার কিঞ্চিৎ আলোচনা করিতেছি । প্রথম বয়স হইতেই দেবতা ও ধর্ম্মে তাহার বিশেষ শ্রদ্ধা ও ভক্তি এবং লোকসেবায় প্রাণের প্রবল আকর্ষণ ছিল । সধবা অবস্থায় জমিদারী তাহার হাতে ছিল না ; (ख যাহা কিছু অর্থ হাতে পাইতেন, তাহা তিনি ধর্ম্ম ও লোকসেবাতেই ব্যয় করিতেন। এই সময়েও অনেক স্থানে তিনি দেবতা প্রতিষ্ঠা করেন। জলকষ্ট-পীড়িত স্থানে অনেক পুষ্করিণী খনন করান। অন্ন বস্ত্র দানে অনেক দীনদুঃখীর দুঃখদুর করেন। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ ও অন্যান্য জাতীয় দরিদ্রলোকের কন্যার বিবাহ দিয়া দেন। স্বামীর মৃত্যুর পর জমিদারী হাতে পাইয়া প্রতিবৎসর লক্ষ লক্ষ টাকা এই সব কার্য্যে ব্যয় করিতেন। প্রথম জীবনে “দেবসেবায় তাহার গভীর আকাঙ্ক্ষা সম্বন্ধে বড় সুন্দর একটি গল্প VAG