vSoTR আর্য্য নারী । তাই, বিশ্বাসী কর্ম্মচারিগণকে তিনি তাহদের পদ অনুসারে এক টাকা হইতে একশত টাকা পর্য্যন্ত তাহার অনুমতির অপেক্ষা না করিয়া দান করিতে অধিকার দিয়া দেন । যাহাকে যে কার্য্যে যাহা দান করিবেন বলিয়া তিনি একবার সংকল্প করিতেন, কিছুতেই তিনি তাহার অন্যথা করিতেন না । দানের বাহুল্যে সঞ্চিত অর্থ তাহার থাকিত না । একবার রাজস্ব ভাল আদায় না হওয়ায় সংকল্পিত দানের টাকা কম পড়িল । তিনি তখন খামারের শস্য বিক্রয় করিতে আদেশ দিলেন । ইহাতে তিন লক্ষ টাকা হইল ; কিন্তু ইহাতেও কুলাইল না। তখন নিজের অলঙ্কার বিক্রয় করিয়া তিনি বাকী টাকা সংগ্রহ করিলেন । দানধর্ম্ম প্রভৃতির জন্য কাশীতে তিনি যে কীর্ত্তি রাখিয়া গিয়াছেন, তাহার তুলনা হইতে পারে না। কাশীতে রাণী ভবানীকে লোকে স্বয়ং অন্নপূর্ণ বলিয়া মানিত। এখনো কাশীবাসীরা প্রাতঃকালে বিশ্বেশ্বরের ও অন্নপূর্ণর সঙ্গে রাণী ভবানীর নাম উচ্চারণ করিয়া থাকে । প্রথম যখন তিনি কাশীতে যান, বহুদ্রিব্যে পরিপূর্ণ ১৭০০ খানি নৌকা ভঁাহার সঙ্গে যায়। তার পর তাহার প্রতিষ্ঠিত দানধর্ম্মাদির পরিচালনার জন্য প্রতিবৎসর এক হাজার নৌকা কাশীতে যাইত । তীর্থে অনেক দেবমন্দির ও দেববিগ্রহ স্থাপিত করিয়া তিনি সে সমুদ্রয়ের ব্যয়ের জন্য বৃত্তি নির্দিষ্ট করিয়া দেন। অন্নপূর্ণার
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।