> | ( S) পুর্ব আখ্যায়িকায় আমরা মিবােররাষ্ট্ৰী কর্ম্মদেবীর অপূর্ব বীরত্বকাহিনী বিবৃত করিয়াছি। বর্ত্তমান ও পরবর্তী কতিপয় আখ্যানে ক্রিমে যে সব বীর ও বীরনারীর কীর্ত্তিকাহিনী” আলোচিত হইবে, তাহাতে পাঠিকাবর্গ সহজেই বুঝিতে পরিবেন, কেন মিবার ভারতীয় বীরধর্ম্মের প্রধান তীর্থ বলিয়া পূজিত হইতে পারে। সমরসিংহ ও কর্ম্মদেবীর আবির্ভাবের একশত বৎসরের কিছু অধিককাল পরে, লক্ষণ সিংহ চিতোরের রাণা ৷ লক্ষণসিংহ যখন অপ্রাপ্তবয়স্ক, তখন র্তাহার পিতৃব্য ভীমসিংহ তাহার প্রতিনিধিস্বরূপ রাজ্যশাসন করিতেন । সিংহল রাজকন্যা পদ্মিনী এই ভীমসিংহের স্ত্রী । এইস্থানে, হীন বাঙ্গালী আমরাও, চিরগৌরিবিনী পদ্মিনীর নামে কিছু গৌরব বোধ করিতে পারি। এক হিসাবে পদ্মিনীকে আমরা বাঙ্গালী কন্যা বলিয়াও ধরিতে পারি, পদ্মিনীর জন্মের বহুশতাব্দী পূর্বে, বঙ্গরাজ সিংহবাহঁর পুত্র বিজয়সিংহ কয়েক শত অনুচরসহ “সিংহল দ্বীপে উপনিবেশ স্থাপন করেন। সেই অবধি বিজয়সিংহের বংশধরগণই সিংহলে রাজত্ব করিতেন । পদ্মিনী, এই झांसदी कनJ ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।