পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀԵ ਢ-ਕ সিংহের কারাগারের সম্মুখে উপস্থিত হইল। পাঠান সৈন্য ও প্রহরীরা সব দূরে রহিয়াছে। পদ্মিনী অলক্ষ্যে ভীমসিংহকে নিজ শিবিকায় লইয়া প্রস্থান করিলেন। রক্ষক স্বরূপ অনেকগুলি শিবিক তঁাহাদের সঙ্গে গেল । বাকী সব শিবিরে রহিল । আলাউদ্দিন মনে করিলেন, পদ্মিনীর সহচরীদের মধ্যে যাহাদের ফিরিয়া যাইবার কথা, তাহারা ফিরিয়া যাইতেছে। পদ্মিনী এখনই তাহাকে আত্মসমপণ করিতে আসিবেন । * অনেকক্ষণ চলিয়া গেল। পদ্মিনী আসেন না । স্বামীকে ত্যাগ করিয়া আসিতেছেন-তার সঙ্গে এতক্ষণ সাক্ষাতের প্রয়োজন কি ? আলাউদিনের মন চঞ্চল হইল, ক্রমে সন্দেহ বাড়িতে লাগিল। সৈন্যগণসহ তিনি ভীমসিংহের কারাগুহের সম্মুখে আসিয়া শিবিকার দ্বার খুলিতে আদেশ করিলেন। সহসা ভীষণ হুঙ্কারে সেই শিবিকার মধ্য হইতে সশস্ত্র রাজপুত যোদ্ধাগণ বহির্গত হইতে লাগিলেন। বাহকগণ ছদ্মবেশ ত্যাগ করিয়া অস্ত্র ধরিল। পাঠানে ও রাজপুতে তুমুল যুদ্ধ উপস্থিত झ्छेछ । পদ্মিনী, সহচরী বলিয়া এইরূপ সাত শত রাজপুত বীরকে শিবিকায়, এবং প্রতি শিবিকায়, ছয় ছয় জন রাজপুত যোদ্ধাকে বাহিক করিয়া প্রায় ৫ হাজার ছদ্মবেশী রাজপুত লইয়া স্বামীর উদ্ধারের কৌশল করিয়া, শক্রর শিবিরে গিয়াছিলেন। দুই স্থানে ভীষণ যুদ্ধ আরম্ভ হইল। একদল পাঠান সেনা দ্রুত গমনে ভীমসিংহ ও পদ্মিনীর অনুগামী অন্যান্যরাজপুতগণকে