পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হামির-মাতা ও হামির-পত্নী । ( . ) চিত্রে ধ্বংসের কিছু পূর্বে রাণা লক্ষণসিংহের জ্যেষ্ঠ পুত্র অরিসিংহ, মৃগয়া করিবার জন্য আন্দাবা নামক ঐক বন্যপ্রদেশে গমন করেন । অরিসিংহ ও তঁাহার অনুচরগণ একটি শূকরকে লক্ষ্য করিয়া সশস্ত্র তাহার পশ্চাতে ধাবিত হইলেন । শূকরটি এক জনার * ক্ষেত্রে প্রবেশ করিল। বন্য পশু ও পক্ষীরা আসিয়া শস্য নষ্ট না করে, এইজন্য কৃষকেরা ক্ষেত্রের মধ্যে একটা মাচা করিয়া তাহার উপর থাকিয়া ক্ষেত্রে পাহারা দিত। ঐ ক্ষেত্রের স্বামী কৃষকের এক যুবতী। কন্যা তখন মাচার উপর থাকিয়া ক্ষেত্রে পাহারা দিতেছিল। শূকর ক্ষেত্রে প্রবেশ করিয়াছে, রাজপুত্র ও তঁাহার অনুচরগণও যদি সঙ্গে সঙ্গে ক্ষেত্রে প্রবেশ করিয়া শূকর তাড়না করিতে থাকে, তবে শস্য একেবারে নষ্ট হইবে। কৃষকবালা মাচার উপর হইতে নামিয়া অরিসিংহকে কহিল,-“রাজকুমার, আপনারা ক্ষেত্রে প্রবেশ করিয়া শস্য নষ্ট করিবেন না । আমি শূকর মারিয়া দিতেছি।” সকলে বিস্মিত হইয়া ক্ষান্ত হইলেন। কৃষককন্যা একটা জনার গাছ কাটিয়া তার আগাটা সরু করিয়া ( * জনায় রাজপুতানার একরূপ শস্য। গাছগুলি বেশ শক্ত এবং ছয় সাত হাত লম্বা কইয়া থাকে ) ।