Iኌቭ दभिद्ध-बांटl \9 दभिद्ध-ी। ‹oዓ कश्णि-‘ांरक्र ! लूमि कभ श्राद्ध न७ । लूमि आभाएगन শিকারী রাজপুত্রের রাণী হও। আর কিছুতে তোমাকে মানাইবে না । ইহার সঙ্গে ঘোড়া চড়িয়া শীকার করিও আর লড়াই করিও।” কৃষকবাল সলজ্জ ভাবে প্রস্থান করিল। অরিসিংহের বাস্তবিকই এই কন্যাকে বিবাহ করিবার ইচছা হইতেছিল। বীরই বীর্য্যবতীর মর্যাদা বোঝেন। কোন বীর এমন বীর্য্যবতীর প্রতি আকৃষ্ট না হইয়া পারেন ? তিনি কহিলেন,-“এই যুবতী যদি ক্ষত্রিয়কন্যা হয়, তবে डोंभि श्iएक विवांश् कब्रिय ।” রাজপুত্রের রাজধানী যাওয়া স্থগিত হইল। তিনি অনুসন্ধানে জানিলেন, যুবতী কোন ক্ষত্রিয় কৃষকের কন্যা। বৃদ্ধ কৃষককে ডাকিয়া রাজপুত্র তাহার নিকট বিবাহের প্রস্তাব করিলেন। বৃদ্ধ কি বুঝিয়া কি ভাবিল, জানি না। সে এ প্রস্তাবে অসম্মত হইল। রাজপুত্র নিরাশ ও ব্যথিত হৃদয়ে চিতোরে ফিরিয়া গেলেন। বৃদ্ধ ঘরে ফিরিয়া তার স্ত্রীর নিকট সকল কথা, বলিল। বুড়ী, বুড়ার মত আহাম্মক নয়। এমন রাজজামাতা হাতে পাইয়া ছাড়িয়া 'দিল ইহাতে বুড়ী স্বামীকে অনেক তাড়না করিয়া কহিল,-“এখনি মেয়ে লইয়া চিতোরে যাও । রাজপুত্রকে অনুনয় করিয়া মেয়ে তাহার কাছে বিবাহ দিয়া আইসি।” •
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।