झाविद्र-धाडा ७ इराषिद्र-०झै । "VO) শেষ যুদ্ধের সময় রাণা লক্ষণসিংহ তাহার এক মাত্র শেষ পুত্র অজয়সিংহকে অন্যত্র পাঠাইয়া তাহার পরিবর্ত্তে নিজে সমরক্ষেত্রে প্রাণ বিসর্জন করিয়া চিতোরের অধিষ্ঠাত্রী দেবীর আদেশ পালন করেন। এই অজয়সিংহও কৈলবারা প্রদেশে আসিয়া বাস করিতে আরম্ভ করেন। কতিপয় পার্বত্য রাজপুতসর্দারের সঙ্গে র্তাহার বিবাদ হয়। এই বিবাদে তাহার পুত্রদ্বয় আজিমসিংহ ও সুজনসিংহ তাহার বিশেষ সহায়তা করেন না। কিন্তু তাহার ভ্রাতুষ্পপুত্র হামির তাহার শত্রু দমন করিয়া তাহাকে সন্তুষ্ট করেন। তাহার প্রধান শক্র মুঞ্জ নামক সর্দারের ছিন্নমস্তক হামির যখন তঁহার নিকট লইয়া আসিলেন, তখন অজয়সিংহ সেই ছিন্নমস্তকের শোণিত লইয়া হামিরের কপালে রাজটীকা দিয়া হামিরকেই রাণা বংশের উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিলেন । চিতোর ও মিবারের সমতল ভূমি আলাউদ্দিনের অধিকারে। আলাউদ্দিনের অধীনে মালদেব নামক এক রাজপুত মিবার শাসন করিতেন । কিন্তু হামির রাণা উপাধি গ্রহণ করিয়া কৈলবারা ও তাহার নিকটবর্ত্তী পার্বত্য প্রদেশে ভীল সর্দারগণের সাহায্যে আপনার অধিকার বিস্তার করিতে লুগিলেন। সুতরাং মালদেব ও হামিরের মধ্যে বিলক্ষণ শক্রিতার ভাব জন্মিল। ** রাজপুতদের মধ্যে এক নিয়ম ছিল যে, কাহারও সঙ্গে কন্যার বিবাহের প্রস্তাব উপস্থিত করিতে হইলে কন্যাকর্ত্তা একটি নারিকেল, তাহার নিকট পাঠাইতেন, বরপক্ষ সেই নারিকেল
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।