दभिद्ध-भांडों ७ शभिबू-eी । 89 পদসেবার যোগ্য বলিয়া আপনি পায়ে স্থান দেন, আপনার পদসেবায় জীবন ধন্য করিব। যদি না দেন, স্বামী বলিয়া অন্ততঃ প্রাণে আপনাকে পূজা করিবার অধিকারিণী হইব। তাহাও এ অভাগীর পক্ষে যথেষ্ট সুখ-যথেষ্ট গৌরব ।” হামির ঐকেবারে মুগ্ধ ও বিস্মিত হইলেন। পত্নীকে বক্ষে ধরিয়া কহিলেন,-“তোমার মত সরলা, মহাপ্রাণ নারীই চিতোরের রাণার মহিষী হইবার যোগ্য। তোমার মত বধুরত্ন-” লাভে রাণাবিংশ ধন্য বই কলঙ্কিত হইবে না । মালদেব যে উদ্দেশ্যে যা করুক, আজ এমন রত্নদানে সে আমার ধন্যবাদের পাত্র হইয়াছে।” স্বামীরণনিকট এত ক্ষমা, এত অনুগ্রহ মালদেবকীন্তা আশা করেন নাই। সহসা এই অপ্রত্যাশিত সুখের উচ্ছাসে বিভোর হইয়া তিনি অবসন্নভাবে স্বামীর বক্ষে পড়িয়া রহিলেন। পরে, ধীরে ধীরে উঠিয়া কহিলেন,-“মহারাণ, রাণা বংশধর চিতোর 'হইতে তাড়িত, চিতোরের রাজপুত পাঠানের অধীন, এ চিন্তা বরাবরই আমার অসহ্য । আমার পিতা নিজে চিতোরেশ্বর, ইহাতেও কোন সার্ত্তনা আমার হয় নাই । আপনি আবার চিতোর উদ্ধার করিয়া চিতোরবাসীকে আপনাদেশে আপন গৌরবে প্রতিষ্ঠিত করেন, ইহাই আমার প্রাণের নিতান্ত বাসনা। সামান্য রমণী হইলেও আজ আমি আপনার অনুগ্রহে আপনার সহধর্ম্মিণীপদে উঠিয়াছি । পদের কর্ত্তব্য পালনে দাসীকে अभिडि रिबन कि ?”
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।