छाधिब्र-बाख्ा ७ इबिद्र-°शै । হইবে এই বলিয়া পিতার অনুমতি লইয়া, জালের সঙ্গে হামির • পত্নী চিতোরে আসিলেন। তিনি চিতোরে আসিয়াই দেখিলেন, মালদেব ও তঁহার পুত্রগণ সসৈন্যে কোন শত্রুর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিয়াছেন। চিতোরের উদ্ধারে ইহাই সুযোগ্য তবুসর। জালের সঙ্গে”পরামর্শ করিয়া হামিরপত্নী চিতোৱ – লী প্রধান রাজপুতগণকে আহবান করিয়া কহিলেন,-“রাজপুতবীরগণ, কত দিন আর আপনারা পাঠানের অধীনে থাকিবেন ? আপনাদের সহায়তা পাইলেই রাণী চিতোর উদ্ধার করিতে পারেন । রাজপুত কখনো বিদেশীয়ের অধীনতা সহিতে পারে নাই। স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য, রাজপুত জাতির গৌরব রক্ষার জন্য, সহস্ৰ সহস্র রাজপুত্রবীর সমরক্ষেত্রে, রাজপুত বীরাঙ্গনগণ অগ্নিতে, দেহ বিসর্জন করিয়াছেন । যে পাঠানের অত্যাচারে আপনাদেরই পিতৃগণ এত শোণিত পাত করিয়াছেন, আপনাদেরই জননীগণের পবিত্র জীবন্ত দেহ * অগ্নিতে ভস্মীভূত হইয়াছে, আজ কোন্মুখে আপনারা সেই পাঠানের অধীনে হীন জীবনের বিলাস সম্ভোগে অলসভাবে কালযাপন করিতেছেন ? আপনাদের দেহে কি সেই ক্ষত্রিয়শোণিত প্রবাহিত হইতেছে না ? আপনাদের প্রাণে কি রাজপুতের মহত্ত্ব, রাজপুতের তেজস্বিতার কণামাত্রও অবশিষ্ট নাই!— যদি এমন নিশ্চিন্ত অলসভাবে আপনারা এই অধীনতা পাশ গলায় রাখিতে চান, তবে বীরপিতা, বীরমাতাগণের শোণিতপাতের পাপভাগী আপনাদিগকে হইতে হইবে। এই
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।