名曲 আর্য্য-নারী । পাপের ফলে, ইহকালে নিন্দনীয়, পরকালে নিরয়গামী আপনাদের সকলকেই হইতে হইবে। পাঠান রক্ষিত, পাঠান পরিচালিত, পাঠানের অধীন মালদেব আজ চিতোরে নাই, চিতোর উদ্ধারের আজ যোগ্য অবসর উপস্থিত। দেশের প্রতি, জাতীয় গৌরবের প্রতি, বিন্দুমাত্র কর্ত্তব্য-বোধ যদি আপনাদের থাকে, পাঠানের অত্যাচারে নিহত স্বৰ্গগত পিতৃমাতৃগণের প্রতি কিছুমাত্র শ্রদ্ধা যদি আপনাদের মনে থাকে, রাজপুতোচিত দৃঢ়তায় আজ চিতোর উদ্ধারের জন্য আপনারা বদ্ধপরিকর হউন। রাণা সসৈন্যে কৈলবারায় অপেক্ষা করিতেছেন। আপনারা তাহার সহায়তায় প্রস্তুত,-এ সংবাদ পাইবামাত্র তিনি এখানে উপস্থিত হইবেন ।” রাজপুতকে ইহার বেসি আর কিছু বলিতে হয় না। হামিরের আগমন-মাত্র তাহারা তঁহার সহায় হইবেন, সকলেই এই অঙ্গীকার করিলেন । ংবাদ, হামিরের নিকট গেল । অবিলম্বে হামির সসৈন্যে চিতোর অবরোধ করিলেন। চিতোরবাসী রাজপুতপ্রধানগণের সহায়তায় অবিলম্বে চিতোর হামিরের হস্তগত হইল। আবার চিতোরে চিতোর-রাণার অধিকার স্থাপিত হইল। লক্ষণসিংহ ও তঁাহার একাদশপুত্রের শোণিত দানে চিতোরের অধিষ্ঠাত্রী দেবীর পিপাসা-শান্তির ফল এতদিনে ফলিল ।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।