পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

nsi SSS () ) হামির যখন চিতোরের রাণ, তাহার প্রায় একশত বৎসর পরে, রাণ রায়মল্ল চিতোরে রাজত্ব করেন । রায়মল্লের, সঙ্গ (বা সংগ্রামসিংহ), পৃথুিরাজ ও জয়মল্ল এই এই তিন পুত্র ছিলেন। ইহাদের মধ্যে কিছু উদ্ধত প্রকৃতি হইলেও, পৃথুিরাজ বিশেষ সাহসী ও শক্তিশালী যোদ্ধা ছিলেন। ভারতের পশ্চিম প্রান্তে টোডাতঙ্ক নামে একটি ক্ষুদ্র রাজপুত রাজ্য ছিল , রাও শুরতান এই সময়ে টোডাতঙ্কের রাজা ছিলেন। লিল্লা নামে একজন দুৰ্দান্ত পাঠান রাও শুরতানকে, পরাস্ত করিয়া টোডা অধিকার করিল। রাও শুরতান সপরিবারে মিবার রাজ্যে আশ্রয় গ্রহণ করিলেন। তারাবাই এই রাও শূৱতানের একমাত্র কন্যা । তারাবাই বিশেষ রূপবতী ছিলেন। এই রূপরাশির অধিকারিণী, অন্তর মধ্যে এক নিদারুণ জ্বালা পোষণ করিতেন। পিতা নির্বাসিত, স্বদেশ বিধর্ম্মী পাঠানের অধীন,-বীর্য্যবতী রাজপুতবালার পক্ষে এ চিন্তা ক্রমে অসহ্য হইল। পিতার পুত্র নাই, তিনিই একমাত্র সন্তান। রমণী হইলেও সন্তানের সকল কর্ত্তব্যের জন্য তিনিই দায়ী। তারা মনে মনে সংকল্প করিলেন,-অন্য কাহারও সহায়তা না পাইলেও নিজেই যুদ্ধ করিয়া পিতৃরাজ্য উদ্ধার করিবেন।