পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারাবাই 8s আশ্রয়দাতা রাণা বা রাণার পুত্রকে ভয় করিবার পাত্র নহেন। কন্যাহরণে উদ্যত জয়মল্লকে তিনি হত্যা করিলেন। রাণার নিকট সংবাদ পৌছিল। রাণা কহিলেন,-“জয়মল্ল মিবার রাজবংশের, ক্ষত্রিয়কুলের কলঙ্ক। রাওশুরতান তাহাকে যোগ্য শাস্তি দিয়াছেন। এ জন্য আমি তাহার প্রতি সন্তুষ্ট বই রুষ্ট নই। র্তাহার বীরত্বের ও সৎসাহসের পুরস্কার স্বরূপ ভঁহীির বাসভূমি বেদনোর প্রদেশের ভূমিস্বত্ব তাহাকে আমি ग्रांना कद्रिव्भ ” মিবারের রাণাবংশীয় মহাপুরুষ ব্যতীত আর কাহার মুখে এমন কথার আশা করা যায় ? ( R ) অজয়মল্লের ব্যবহারে চিতোরের নিষ্কলঙ্ক রাণা বংশে কলঙ্ক স্পশিয়াছে। এখন অন্য স্থানের কোন বীর যদি টোডা উদ্ধার কারিয়া তারাবাইকে লাভ করেন, মিবারকে আরও হীন হইতে হইবে। রাণার দ্বিতীয় পুত্র তেজস্বী পৃথিরাজ, টােডা উদ্ধার করিয়া তারাকে বিবাহ করিবেন, না হয়, সেই যুদ্ধে &2°दिजस्त्रीङ्गन করিবুেন। এই সংকল্প করিয়া বেদনােরে গমন করিলেন । পৃথি রাজের বীরত্ব ও তেজস্বিতার খ্যাতি তারাবাই পূর্বেই শুনিয়াছিলেন। আজ মূর্ত্তিমান ক্ষত্রিয়তেজস্বরূপ বীরযুবককে: দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। তঁহার মনে হইল, এই বীর