পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R আর্য্য-নারী । করিলেন-পাঠান সর্দার লিল্লাকে কৌশলে আগে হত্যা করিতে হইবে । মহরমের দিন আসিল । টোডার সমস্ত মুশলমান উৎসবে মত্ত। তাজিয়া লইয়া দলে দলে লোক রাজধানীতে প্রবেশ করিতে লাগিল। সৈন্যদিগকে একটু দূরে অন্তরালে রাখিয়া পৃথুিরাজ, তারাবাই এবং পৃথুিরাজের একজন বিশ্বস্ত অনুচর, এই তিন জনে, ছদ্মবেশে এক তাজিয়ার দলে মিশিয়া নগরে প্রবেশ করিলেন। উৎসবে যোগ দিবার জন্য লিল্লা আপন রাজপ্রাসাদের সম্মুখে অপেক্ষা করিতেছিলেন। পৃথিরাজ ও তারাবাই তঁহাকে দেখিবামাত্র কয়েকটা তীক্ষ বাণ ছুড়িলেন। লিল্লার মৃতদেহ ভূতলে পড়িল। সকলে ভীত হইয়া কোলাহল করিয়া উঠিল। এই অবসরে পৃথিরাজ, তারাবাই ও তাঁহাদের অনুচরা বেগে অশ্ব চালাইয়া নগরের বাহিরের দিকে চলিলেন । বহু লোক তঁহাদের গতিরোধের চেষ্টা করিল। কিন্তু ঊর্তাহারা সকল বাধা অতিক্রম করিয়া চলিলেন । শক্রনিক্ষিপ্ত বাণ তঁহাদের বর্ম্মে ঠেকিয়া মাটিতে পড়িল । নগরদ্বারে পৌছিয়া তঁাহারা দেখিলেন, একটি প্রকাণ্ড হস্তী তাহদের পথ অবরোধ করিয়া দণ্ডায়মান। তারাবাই তরবারি। আঘাতে হস্তীর শুড় কাটিয়া ফেলিলেন। হাতী দুরে পলাইল'। তাহারাও মুক্ত দ্বারপথে বাহির হইলেন । তঁহাদের অশ্বারোহী সৈন্য নিকটেই ছিল। পৃথুিরাজ ও তারাবাই সৈন্য লইয়া প্রবল বেগে নগর আক্রমুণ করিলেন।