তারাবাই । @@ যুদ্ধে অপ্রস্তুত নেতৃবিহীন পাঠানসেন পরাজিত হইল। রাওশূৱতানের নামে পৃথুিরাজ ও তারাবাই টােডা অধিকার করিলেন। অবিলম্বে টােডাতঙ্কে পৃথুিরাজ ও তারার বিবাহ হইল। ( ܣ ) নাৰদকমলমীর দুর্গে রাণ রায়মল্ল পুত্র ও পুত্রবধুর বাসস্থান নির্দেশ করিয়াছেন। পৃথুিরাজ নিতান্ত রণপ্রিয় ছিলেন। তিনি মিয়তই নানাশক্রর সঙ্গে যুদ্ধে ব্যাপৃত থাকিতেন। প্রত্যেক যুদ্ধেই তাহার প্রধান সঙ্গিনী তারাবাই। যুদ্ধেই প্রণয়, যুদ্ধেই বিবাহ, যুদ্ধেই নবদম্পতির প্রথম বিবাহিত জীবন কাটিল। কিন্তু হয়, প্রথম জীবন অতিবাহিত হইতে না হইতেই বিধাতার অপূর্ব সৃষ্টি এই বীরদম্পতির অপূর্ব বীরত্বলীলার অবসান হইল। শিরোহী নামক কোন ক্ষুদ্র জনপদের রাজা পাডুরায়ের সঙ্গে পৃথি রাজের এক ভগিনীর বিবাহ হয়। পাভুরায় বড় বেসি অহিফেন খাইত, এবং নেশার বেঁটাকে স্ত্রীর উপর বড় অত্যাচার কিরিত। স্বামীর অত্যাচার আর সন্থা করিতে না পারিয়া পাভুরায়ের স্ত্রী, ভ্রাতা পৃথি রাজের নিকট পত্রে সমস্ত অবস্থা বর্ণনা করিয়া তাহাকে স্বামি গৃহ হইতে পিতৃগৃহে লইয়া আসিতে অনুরোধ করিলেন, পৃথিরাজ অবিলম্বে ভগিনীর গৃহে গমন করিলেন। পাভুরায় পৃথি রাজের ক্ষমতা জানিতেন। পৃথি রাজের তাড়নায় তিনি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করিলেন। কিন্তু পৃথিরাজ সহজে ছাড়িবার পাত্র নহেন। তিনি কহিলেন“রাণ রায়মল্লের দুহিতার তুমি এমন অবমাননা করিয়াছ। তার
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।