জবােহর বাই । ভারতে প্রবল প্রতাপান্বিত মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হইল। হিন্দুর আশা ফুরাইল । ংগ্রামের মৃত্যুর পর চিতোররাজ্য বড় দুর্বল হইয়া পড়ে। এই হতবলী রাজ্যে সংগ্রামের অযোগ্য পুত্র গৰ্বিবত ও উদ্ধতস্বভাব তরুণবয়স্ক বিক্রমজিৎ রাজা হইলেন । তিনি নীচবংশীয় মল্ল ও পদাতিক সৈন্যগণের প্রতি পক্ষপাত করিয়া উচ্চবংশীয় সঁর্দারগণকে সর্বদা অবমাননা করিতেন। মিবারের শ্রেষ্ঠ রাণাগণ কর্তৃক চিরসম্মানিত সর্দারগণ রুষ্ট হইয়া রাজদরবার পরিত্যাগ করিলেন এবং যুদ্ধে, কি রাজ্যশাসনে, বিক্রমজিতের কোন সহায়তা করিবেন না বলিয়া সঙ্কল্প করিলেন । এখন পুর্য্যন্ত মোগল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয় নাই। পাঠান সাম্রাজ্যের প্রাদেশিক মুশলমান শাসনকর্ত্তারা পাঠান সাম্রাজ্যের অধঃপতনের সময় নিজ নিজ প্রদেশে স্বাধীন রাজা হইয়া বুসেন। এখনো তাহাদের মধ্যে অনেকে এইরূপ স্বাধীন রাজা “ছিলেন। মিবারের নিকটবর্ত্তী গুজরাট ও মালবে এইরূপ দুইজন স্বাধীন রাজা রাজত্ব করিতেছিলেন। মিবারের সঙ্গে সর্বদাই তঁহাদের “যুদ্ধ বিগ্রহ হইত। সংগ্রামসিংহ মালব ও গুজরাটের রাজাদিগকে বার বার পরাস্ত করেন। কিন্তু তিনি নিতান্ত উদারচেতা বীর ছিলেন বলিয়া তাহদের রাজ্য অধিকার করেন নাই। র্তাহারা তাহার প্রাধান্য স্বীকার করায়, নিজ নিজ রাজ্যে তিনি তাহাদিগকে প্রতিষ্ঠিত করিলেন। কিন্তু এই হীনতা ও অবমাননা তাহারা ভুলিতে পারেন।
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।