জবােহর বাই । করেন নাই। কেবল ফুলের মালা গাঁথিবীর জন্য রাজপুতরমণীর কর সৃষ্ট হয় নাই। রাজপুতরমণী স্বামীর গৃহে গৃহলক্ষনী ; প্রণয়ে বিলাসিনী বিনোদিনী, রাজত্বে রাজমহিষী, সমরে সমররঙ্গিণী ! চিরদিন রাজপুত ললনা স্বামীর সঙ্গে দানবদলনী দুর্গার স্বরূপ সমরক্ষেত্রে অবতীর্ণ হইয়াছেন। আজ কেন আমরা তাহাতে কুষ্ঠিত হইব ? আসুন, চিন্তানলে বৃথা প্রাণ বিসৰ্জন না করিয়া আসিহস্তে ভীমবেগে রণচণ্ডিকার ন্যায় আমরা শত্রু সংহারে সমর- ' ক্ষেত্রে ধাবিত হই। আমরা দেশরক্ষা করিতে পারিব না। সত্য । কিন্তু আমাদের এক একটি প্রাণবিনিময়ে অন্ততঃ দশটি করিয়াও শত্রুনাশ করিতে পারিব । দেশের শত্রুনাশ করিতে করিতে আমরা যুদ্ধক্ষেত্রে সকলে শত্রুর অসিতে মরিব । কেহ বন্দিনী হইব না । বন্দী করিবার আশায়, শক্র যদি কাহারও দেহে আঘাত না করে, তবে আমাদের নিজের নিজের অসি আমাদের কক্ষ শোণিতে রঞ্জিত হইয়া আমাদের ধর্ম্ম রক্ষা করিবে ।” রাণীর তেজোময় বাক্যে উত্তেজিত হইয়া সমস্ত রাজপুত বীরাঙ্গনা মধুর কণ্ঠের গভীর হুঙ্কারে জয়ধ্বনি করিয়া উঠিলেন। তৎক্ষণাৎ বাছিয়া বাছিয়া ঢাল, তরোয়াল, ভল্ল, বর্ষা, ধুনুর্বাণ প্রভৃতি অন্ত্রে শত্ত্বে, শতে বীরনারী সুসজ্জিত হইলেন । বর্ম্ম পরিধান করিলেন । তখন, চিতোরের জয় ঘোষণা করিয়া এই অপূর্ব সৈন্যদল, অশ্বারোহণে, রাণী জ্যবহার বাইএর নেতৃত্বাধীনে, প্রচণ্ডবেগে DBBDSDBDDDDD BDDBBuD BBB BBB DDBDS
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।