পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VbD अारी-माझै । পাঠান সৈন্য স্তম্ভিত হইল। সহসা এই ভীমা রণরঙ্গিণী গণের ভীম সংঘর্ষে পাঠানবুহ বিচলিত হইল। কিন্তু পরীক্ষণেই পাঠান সেনাপতিরা চঞ্চল সৈন্যশ্রেণী স্থির সম্বদ্ধ করিয়া জাবহর বাই ও র্তাহার বীরসহচরীগণকে ঘিরিয়া প্রাণপণ যুদ্ধ করিতে লাগিলেন । এই অপূর্ব ভীষণ যুদ্ধে বহু পাঠানসৈন্য হত ও আহত হইল। রাণী জ্যবহার বাই ও তাহার সঙ্গিনীরা সকলেই কেহ শত্রুর অসিতে, কেহ নিজের অসিতে প্রাণত্যাগ করিলেন। বাহাদুর সাহ চিতোর অধিকার করিয়াছেন। রাজপুত জাতির মধ্যে এক নিয়ম ছিল, বিপদাপন্ন রাজপুতরমণী বিপদ হইতে উদ্ধার পাইবার আশায় কখনো কখনো কোন বীরের নিকট রাখী” পাঠাইতেন। রাহী গ্রহণ করিলে সেই বীর র্তাহার “রাখীবন্ধ ভাই’ নামে অভিহিত হইতেন এবং প্রাণপণে সেই রাখীবন্ধ ভগিনী’কে বিপদ হইতে মুক্ত করিতে বাধ্য থাকিতেন। রাজমাতা কর্ণবতী এই বিপদে দিল্লীর মোগল সম্রাটু বাবরের পুত্র হুমায়ুনকে রাখী” পাঠাইলেন। উদারচেতা হুমায়ুন, রাজপুত মহিলার এই রাধী অগ্রাহ করিতে পারিলেন না। তিনি সসৈন্থে, চিতোরে আসিয়া বাহাদুর সাহকে পরাজিত করিয়া বিক্রমজিৎকে চিতোরের সিংহাসনে অধিষ্ঠিত করিলেন।