R चां-बांईी । সমান স্নেহে পালন করিতেন। ব্যবহারে কেহ বুঝিত না, উদয়, কি, চন্দন, কে পান্নার নিজ পুত্র। শিশু উদয়ও “ধাইমা’কেই “মা”। বলিয়া জানিত। মাতৃস্নেহের অভাব শিশু কখনো বুঝিত না,-মার কথা কখনো ভাবিত না, মার জন্য কখনো কঁাদিত না । গভীর রাত্রি। উদয় ও চন্দন বিছানায় শুইয়া আছেপান্না নিকটে কোন কার্য্যে ব্যাপৃত আছেন। সহসা এক নাপিত আসিয়া সংবাদ দিল, বনবীর বিক্রমজিতকে হত্যা করিয়াছে ; শীঘ্রই উদয়কে হত্যা করিতে আসিবে । পান্নার মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িল। উদয়কে রক্ষা করিবার উপায় কি ? এখন, মিবারের গৌরব পবিত্র রাণােবংশের একমাত্র অবলম্বন এই শিশু। এই শিশুর মৃত্যুতে সেই রাণাবংশ-বাপ্লারাও, সমরসিংহ, লক্ষমণসিংহ, হামির, রায়মল্ল, সংগ্রামসিংহ প্রভৃতি রাজস্থানের শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ রাজাদের বংশ-নির্ম্মল হইবে ? রাজপুতরমণী হইয়া পান্না কিরূপে তাহা চক্ষে দেখিবেন ?—কিরূপে তাহা সহিবেন ?, একমাত্র রাণা বংশধর উদয় আজ পান্নার হস্তে ন্যস্ত। জীবন দিয়াও-জীবন অপেক্ষা সহস্ৰগুণে প্রিয়তরা যাহ-তাহা দিয়াও,-আজি উদয়কে পান্নার রক্ষা করিতে হইবে। পান্না মুহূর্ত্তমাত্র চিন্তা করিলেন। একটিবার মাত্র, উদয়ের দিকে, আর চন্দনের দিকে চাহিলেন। চাহিয়াই, প্রশান্ত
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।