उधरी-बांद्री । রাজবংশের গৌরব রক্ষায় যত্নবান থাকে। স্বার্থের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য, কোন হিন্দু এই ধর্ম্ম লঙ্ঘন করে না। কিন্তু এ পর্যন্ত ভারতে সম্রাটের অধীনস্থ কোন মুশলমান রাজপুরুষ হিন্দুর ন্যায়। এরূপ বিশ্বস্ততার পরিচয় দেখান নাই। সম্রাটের দুর্বলতায় যখনই তঁাহারা সুযোগ পাইয়াছেন, সম্রাটের বিরোধী হইয়া তখনই তঁাহারা সাম্রাজ্যের মধ্যে স্বাধীন রাজ্য স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন। আকবর বুঝিলেন, মোগল সাম্রাজ্য ভারতে স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত করিতে হইলে সর্ববিষয়ে হিন্দুর সহায়তা আবশ্যক। মোগলের সদ্ব্যবহারে, উদার পক্ষপাতশূন্য শাসনে হিন্দু যদি একবার মোগল রাজবংশের অনুগত হয়, তবে তাহারা পুরুষানুক্রমে সেই রাজবংশের অনুগত থাকিয়া প্রাণপণে, আত্মবলিদানে সেই রাজবংশের শক্তি ও গৌরব ब्रक कब्रि(द । তাই আকবরসহ হিন্দুস্থান জয় করিয়া, উৎপীড়নে হিন্দুকে শত্রু না করিয়া, সদ্ব্যবহারে তঁহাদের বন্ধুত্ব ও সহায়তা লাঙে মনোযোগী হইলেন । বহুদৰ্শী মোগলের এই রাজনীতি-কৌশল সফল হইয়াছিল। হিন্দুস্থানের হিন্দু, ভক্তিভরে আকবরকে “দিল্লীশ্বরো বা জগদীশ্বরো” উপাধিতে সম্মানিত করিলেন। হিন্দুর মধ্যে বীরত্ব ও রাজশক্তিতে রাজস্থানের রাজপুতই তখন এদেশে প্রধান। এমন শক্তিশালী রাজপুতের সহায়তা লাভে সম্রাটু বিশেষ যত্নবান হইলেন। পরাজিত কোন রাজপুত
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।