যোধাবাই । ዓ (t রাজা ভঁাহার অধীনতা স্বীকার করিলেই তিনি তঁাহাকে বন্ধুভাবে আলিঙ্গন করিয়া সাদরে গ্রহণ করিতেন। যোগ্যতা অনুসারে শাসন বা সৈনিক বিভাগের উচ্চ রাজকার্ম্মে তঁহাকে নিয়োগ করিতেন। নিজ রাজ্যে তঁাহার রাজপদ অক্ষুন্ন রাখিতেন। মোগলের সঙ্গে বিবাদে নিস্ফল যুদ্ধে প্রজাক্ষয় ও রাজ্যনাশ হইবে নামে সম্রাটের অধীনতা স্বীকার করিয়া তাহার সাম্রাজ্যের সহায় হইলে পুরুষানুক্রমে সসম্মানে নিজ নিজ রাজ্যে সকলে সুখে রাজত্ব করিয়া যাইতে পারিবেন, -বহুকালব্যাপী মুশলমান যুদ্ধে ক্লান্ত রাজপুতগণ শান্তির এই প্রলোভন ত্যাগ করিতে পারিলেন না। একে একে সকলেই মোগলের অধীনতা স্বীকার করিলেন। • মোগলে ও রাজপুতে এই সম্বন্ধ আরও দৃঢ় করিবার জন্য আকবর নিজে এবং তাহার পুত্র সেলিম, রাজপুত-রাজকন্যা বিবাহ করিলেন। একমাত্র মিবারেব রাণা প্রতাপসিংহ আকবরের অধীনতা স্বীকার করিতে অথবা মোগল বংশের সঙ্গে কোন বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হইতে স্বীকৃত হইলেন না । লোকের একটা প্রকৃতি আছে, নিজেরা কোনরূপ হীনতার মধ্যে গেলে, অন্য কেহ যে সেই হীনতার উপরে থাকে, তাহা সহিতে পারে না।” যে সব রাজপুত রাজারা আকবরের স্বাধীন হইয় তাহার ঘরে কন্যাদান করিয়াছেন, তাহার রাণা প্রতাপের এই শ্রেষ্ঠত্বের অভিমান সহিতে পারিলেন না। প্রতাপকে দমন করিবার জন্য তঁাহারা সকলে সর্বপ্রযত্নে আকবরকে সাহায্য
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।