ዓ $ আর্য্য-নারী । করিতে প্রস্তুত হইলেন । প্রতাপের সঙ্গে আকবরের দীর্ঘকালব্যাপী যুদ্ধ আরম্ভ হইল। উদয়পুর আকবরের হস্তগত হইল। রাজ্য হইতে তাড়িত হইয়া প্রতাপ সপরিবারে বনে বনে, পাহাড়ে পাহাড়ে ঘুরিয়া দিন কাটাইতে লাগিলেন। আকবরের জিদ, র্তাহার অনুগত রাজপুত রাজগণের জিদ,-প্রতাপকে বশীভুত করিতেই হইবে। বশীভুত হইলে প্রতাপকে তাহারা মোগল দরবারে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করিতে প্রস্তুত। কিন্তু প্রতাপ বশীভুত হইবেন না ! নিরন্ন, গৃহহীন, হৃতরাজ্যৈশ্বর্য্য, বনবাসী রাণাপ্রতাপ, সপরিবারে বনে, বনে, পর্বতে, পর্বতে, ঘাসের রুটি খাইয়া, কখনো গাছতলায়, কখনো জীর্ণ গিরিগুহায় দিন কাটাইতেছেন, —আজীবন এমনই কষ্টে দিন কাটাইতে প্রস্তুত,-কিন্তু তথাপি মোগলদরবারে সর্বোচ্চ সম্মান, সকল সম্পদ বা ভোগবিলাসের আকাঙক্ষায় মোগলের অধীনতা স্বীকার করিয়া মোগলের ঘরে কন্যা দিয়া, পবিত্র রাণাবংশ, ক্ষত্রিয় নাম, রাজপুত নাম-কখনো কলঙ্কিত করিবেন না। একটি মুখের কথায় প্রতাপ সর্বস্ব ফিরিয়া’ পাইতেন-কিন্তু—মহাবংশের গৌরবে, আপনার মনুষ্যত্ব্যের গৌরবে,-দারুণ ঘূণায় প্রতাপ, সেই কথাকে দূরে ঠেলিয়া ফেলিয়া দিলেন। 甲 বহুবৎসর প্রতাপের কঠোর দুঃখে কাটিল। এমনি ঘাসের রুটি খাইয়া, গাছের তলায়-পর্বতের গুহায় থাকিয়া, প্রতাপের
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।