78 আর্য্য-নারী । পড়িলেন, তখন তিনি অধীনতা স্বীকার করিয়া জাহাঙ্গীরের সঙ্গে সন্ধি করিলেন । কিন্তু, তিনি নিজে কখনো অন্যান্য রাজপুত রাজগণের ন্যায় দিল্লীর দরবারে যান নাই, কিংবা মোগলের সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হন নাই । জাহাঙ্গীর ও র্তাহার পুত্র সাহজাহান উভয়েই আকবরের উদারনীতি অনুসারে রাজপুত ও অন্যান্য হিন্দুরাজগণের সঙ্গে সস্তাব রাখিয়া রাজ্য শাসন করেন। ইহাদের সময়ে, অমরসিংহের পরবর্তী তাহার পুত্র কর্ণ ও পৌত্র জগৎ সিংহ মিবার শাসন করেন। সম্রাটুদ্বয়ও ইহাদিগকে বিশেষ শ্রদ্ধা এবং সম্মান করিতেন । জগৎ সিংহের পর তাহার জ্যেষ্ঠ পুত্র মহাবীর রাজসিংহ রাণা হন। এদিকে, বৃদ্ধ সম্রাটু সাহজাহানকে পদচ্যুত করিয়া র্তাহার তৃতীয় পুত্র ঔরঙ্গজেব দিল্লীর সিংহাসন অধিকার করিলেন । . ( R ) মুসিলনপনগর রাজস্থানের মধ্যে একটি অতি ক্ষুদ্র রাজ্য। প্রভাবতী, রূপনগররাজ বিক্রম শোলাঙ্কির কন্যা। আকবরের সময় হইতে মোগলসম্রাটগণ সকলেই রাজপুত রাজকন্যা বিবাহ করিতেন। সম্রাটু জাহাঙ্গীর ও সাহজাহান উভয়েই রাজপুতনীবেগমের পুত্র। ঔরঙ্গজেবের প্রথমা, ও প্রধান
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।