७थछदर्डी । b响 কন্যার কথাগুলি বিক্রম cभालाक्तैि 20 ecs fir বিধিল । কিন্তু উপায় নাই। রূপনগর রক্ষা করিতে হইলে কন্যাকে এ নরকে বিসৰ্জন দিতেই হইবে । একটু চিন্তা করিয়া কন্যাকে প্রবোধ দিয়া তিনি কহিলেন,-“মা, তোমার অপেক্ষা অনেক উচ্চবংশীয় উচ্চপদস্থ রাজপুত কন্যারা মোগলকে পতিত্বে বরণ করিয়াছেন । তোমার ইহাতে এত ঘুণ কেন মা ? বিশেষ, তুমি দিল্লীশ্বরী হইতে যাইতেছ, দিল্লীশ্বরের প্রিয়তমমহিষী হইবে, বিপুল ভারতসাম্রাজ্য তোমার ইঙ্গিতে, তোমার আদেশে, বসিবে উঠিবে। এ সম্মান, এ গৌরব, তোমার মত কয়জন বালিকার ভাগ্যে ঘটে ? কেন ইহাতে এত ক্ষুব্ধ হইতেছ? যোধপুরের রাজকন্যা যে পদে আছেন, সামান্য রূপনগরের রাজকন্যার পক্ষে সে পদ, গৌরবের বই আগৌরবের নয়।” ঘূণার স্বরে প্রভাবতী উত্তর করিলেন,-“পিতা, মনে রাখিবেন আমি রাজপুত কন্যা—রাজপুতনী। সামান্য ক্ষেত্র‘স্বামীর কন্যা হইলেও কোন রাজপুত-কন্যা অপেক্ষা, বংশে বা পদে আমি হীন হইতাম না। যে রাজপুত, হিন্দুর মর্যাদা, রাজপুতের মর্য্যাদা, সকল ভুলিয়া মোগলের ঘরে কন্যা দিতে পারে,-জগতে শ্রেষ্ঠ রাজপুতবীরের সহধর্ম্মিণীর যোগ্য যে রাজপুতনী বিধর্ম্ম মোগলের বিলাস-সঙ্গিনী হইতে পারে,- তাদের অপেক্ষা, দীনকুটীরের সামান্য রাজপুত গৃহস্থ, এবং রাজপুত গৃহলক্ষীরূপিণী তার কন্যা, পদমর্যাদায় অনেক শ্রেষ্ঠ । অম্বর মারবার যতই বড় হউক, শক্তিতে অম্বররাজ ও
পাতা:আর্য্য-নারী দ্বিতীয় ভাগ.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।