খুলি রাবণের চুলির মতো জ্বল্ছে —এক দফা তো সৌদাগরি কর্ম্ম চৌচাপটে কর্লে —এক্ষণে তোমার ঠকচাচা যায় —বোধ হয় তাহাতেও আবার একটা মুড়ি পট্তে পারে —কেবল উকিলি ফন্দিতে অধঃপাতে গেলে —মরিতে যে হবে —সেটা একবারও ভাব্লে না? বাঞ্ছারাম বিরক্ত হইয়া মুখখানা গোঁজ করিলে পর গোঁপ জোড়াটা ফর্২ করিয়া ঘোড়ার পিটের উপর আপনার গায়ের জ্বালা প্রকাশ করিতে২ গড়্২ করিয়া চলিয়া গেলেন।
২৫ মতিলালের যশোহরের জমিদারিতে দলবল সহিত
গমন —জমিদারী কর্ম্ম করণের বিবরণ; নীলকরের সঙ্গে দাঙ্গা
ও বিচারে নীলকরের খালাস।
বাবুরাম বাবুর সকল বিষয় অপেক্ষা যশোহরের তালুকখানি লাভের বিষয় ছিল। দশশালা বন্দোবস্তের সময়ে ঐ তালুকে অনেক পতিত জমি থাকে —তাহার জমা ডৌলে মুসমা ছিল পরে ঐ সকল জমি হাঁসিল হইয়া মাঠ-হারে বিলি হয় ও ক্রমেই জমির এত গুমর হইয়াছিল যে, প্রায় এক কাঠাও খামার বা পতিত ছিল না, প্রজালোকও কিছুদিন চাষাবাদ করিয়া হরবিরূ ফসলের দ্বারা বিলক্ষণ যোত্র করিয়াছিল কিন্তু ঠকচাচার পরামর্শে অনেকের উপর পীড়ন হওয়াতে প্রজারা সিকস্ত হইয়া পড়িল —অনেক লাখেরাজদারের জমি বাজেয়াপ্ত হওয়াতে ও তাহাদিগের সনন্দ না থাকাতে তাহারা কেবল আনাগোনা করিয়া ও নজর সেলামি দিয়া ক্রমে২ প্রস্থান করিল ও অনেক গাঁতিদারও জাল ও জুলুমে ভাজাভাজা হইয়া