3eషి গ্রামে বসতি করে । খ্রীষ্টীয়ান ৰালকদের পাঠশালায় ৬০ জন পড়িতেছে । এব^ বালিকাদের পাঠশালায় ৪৪ জন পাঠ ও সূচীকর্ম্ম ইত্যাদি শিক্ষা করিতেছে। কৃষ্ণনগরের মণ্ডলী। মেয়র সাহেব ও ইন্নিস সাহেব অধfক্ষ । ঐউইলিয়ম ধর্ম্মঘোষক। তfভন্ন ৪ জন এতদেশীয় পাঠক । সর্ব্বশুদ্ধ ৩৬২ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ৪৪ জন মণ্ডলীভুক্ত আছে। ই^রাজী স্কুলে ২০০ দুই শত বালক পাঠ করে তভিন্ন ৮ জন খ্রীষ্টীয়ান। ইহাতে ৮ জন শিক্ষক ও এক জন পণ্ডিত নিযুক্ত আছে। এৰণ পাঠশালাগণে ৫ পাঁচ জন শিক্ষক, এৰণ নবদ্বীপে ২ দুই পাঠশালা আছে। অপর এই স্থান সম্বন্ধীয় খ্রীষ্টীয়ান বালিকাগণের শিক্ষার্থে ১ স্কুল আছে। কৃষ্ণপুরের মণ্ডলী। পার্কর সাহেব অধ্যক্ষ । সর্ব্বশুদ্ধ ১০০ জন খ্রীষ্টীয়ান আছে এব৯ মণ্ডলী ভুক্ত ৭ জন । পাঠশালার শিক্ষকের নাম শ্রীচন্দ্র প্রামাণিক, তাহাতে ন্যুনাধিক ১৩ জন বালক পাঠ করে । খাড়রি মণ্ডলী। পিয়স সাহেব অধ্যক্ষ । ঐবাকুৰ মণ্ডল, এৰ^ ঐকালাচাঁদ মণ্ডল প্রচারক । সর্ব্বন্ধগু ২৩০ জন খ্রীষ্টীয়ান, তাহার মধ্যে মণ্ডলীভূক্ত ৪৫ জন হইয়াছে। পাঠশালাতে ৪০ জন বালক পাঠ করে, এব৯ ২০ জন বালিকা। .
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।