אלצ' ঢাকার মণ্ডলী । রবিনসন সাহেব অধ্যক্ষ । ঐচাদ, শ্রীরামজীবন, খ্রীজয়নারায়ণ, ও ঐবিশ্বনাথ প্রচারক । সর্ব্বশুদ্ধ ৩০ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে ২৩ জন মণ্ডলীতে ভূক্ত হইয়াছে । তমলুকের মণ্ডলী । ডিমেলে৷ সাহেব অধ্যক্ষ । এই স্থানে ১৩৬ জন গ্রীষ্টীয়ান আছে তন্মধ্যে ৪৯ জন মণ্ডলী ভূক্ত। বাঙ্গাল পাঠশালাতে ১৪ জন খ্রীষ্টীয়ান বালক এব^ ৬ জন বালিকা পাঠ করে । দিনাজপুরের মণ্ডলীর অধ্যক্ষ আইলি সাহেব। এতদেশীয় এক জন প্রচারক আছেন । এই স্থানে সর্ব্বশুদ্ধ ৬৮ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে ২০ জন মণ্ডলীভুক্ত হইয়াছেন, পাঠশালাতে ৮০ জন বালক পড়িতেছে । মর্সিদাচকের মণ্ডলী। লুইস সাহেব অধ্যক্ষ। তৎ সহকারী টমস সাহেব। শ্রীসৃষ্টিধর সরদার, জীপীতাম্বর মণ্ডল, এৰণ শ্রীলক্ষ্মীনারা য়ণ পণ্ডিত প্রচারক। এই স্থানে সর্ব্বশুদ্ধ ৩৫০ জন গুীষ্টীয়ান, তন্মধ্যে ৫৪ জন মণ্ডলীতে ভূক্ত হইয়াছে। পাঠশালাতে ৩০ জন বালক বিদ্যাভ্যাল করিতেছে। দুই জন প্রচারক বিষ্ণুপুর গ্রামে স্থাপিত হইয়াছে । नप्रममाङ्ग प्रखोप्ठ ९8 जन ड्रउ श्इंज्ञाप्छ ।
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।