পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XS রত্বপুরের মণ্ডলী। লিপ সাহেব অধ্যক্ষ । তদধীন ১১ জন পাঠক, ১ জন পণ্ডিত, ইনফাটু স্কুলের শিক্ষক ১ জন, বালিকাদের স্কুলের শিক্ষক ৪ জন, ও সাধারণ স্কুলের শিক্ষকগণ ১১ জন। সর্ব্বশুদ্ধ ১৯৪ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে ১৪৮ জন মণ্ডলী ভূক্ত হইয়াছে। কএক পাঠশালাতে ২৪৫ জন হিন্দু বালক বিদ্যাভ্যাস করিতেছে। বোডি৯ স্কলে ৮৭ জন গ্রীষ্টীয়ান বালকগণ এব^ ৫৩ জন গ্রীষ্টীয়ান বালিকা নানাবিধ বিদ্যাভ্যাস করে। রামমাখালচকের মণ্ডলী। লাক্রেণয়া সাহেব এবণ হিল সাহেব অধ্যক্ষ । সহকারক ঐীরামকুমার প্রামাণিক । এই গ্রামসম্বন্ধীয় ১২৩ আবাল বৃদ্ধ বনি তা খ্রীষ্টীয়ান আছে, এব০A তন্মধ্যে মণ্ডলী ভূক্ত ৫০ জন । এই স্থানে ১ স্কুলে ৩০ জন । এ ল৭ বাগীশ্বরের পাঠশালাতে ৪৫ জন বালক পাঠ করে। লক্ষান্তিপুরের মণ্ডলী। পিয়র্স সাহেব অধ্যক্ষ। শ্রীদপনারায়ণ মণ্ডল, ও প্রথভূগেশ্বর সরদার প্রচারক, দুষ্ট ੋਜ তথসহকারী । ঐ স্থানে ২৫০ জন গ্রীষ্টীয়ান, কিন্তু মণ্ডলী ভূক্ত ৬৮ জন । মণ্ডলী সম্বন্ধীয় ২ পাঠশালাতে ৬৫ বালক, এব^ বালিকাদের ২ স্কলে ২৪ জন শিক্ষা করে । লালবাজারের মণ্ডলী। টমস সাহেব অধ্যক্ষ । শ্রীরামহরি প্রচারক। এতদেশীয় ৩৫ জন গ্রীষ্টীয়ান এই মণ্ডলীতে ভুক্ত হইয়াছেন । ইহার কুলিবাজারে ও অন্যান্যস্থানে ৰাস করে । তৎসম্বন্ধীয় থিfদর পুরে ও অ1fল পূরে পাঠশালা স্থাপিত আছে। এই ২ স্থানে নুনাধিক ১০০ বালক পড়িতেছে ।