১২০ লালবাজারস্থ বিনেবলেণ্ট ইনষ্টিটিউষ৭। কর্ত্ত ফিঙ্ক সাহেব t এই স্কুলে পৰ্টুগাল, আরমাণীয় চীন এব^ হিন্দু ইত্যাদি জাতীয় প্রায় ১৬০ জন লালক এব°N ৬০ জন বালিকা বিদ্যাভ্যাস করিতেছে । তত্ত্বাবধারক ওয়েঙ্গর সাহেব, ডেনম সাহেব ও মার্সমন সাহেব । শিউড়ির মণ্ডলী । উইলিয়মসন সাহেব অধ্যক্ষ । শুীসনাতন, শ্রীহারাধন, শুীযাদব, এব^ শুীবিন্যামীন প্রচারক। সর্ব্বশুদ্ধ ১০০ জন গ্রীষ্টীয়ান, তন্মধ্যে মণ্ডলী ভূক্ত ৩৫ জন আছে, ১ ই^রাজী স্কুলেতে প্রায় ৬০ জন বিদ্যাভ্যস করে, এব৯ পাঠশালাতে ৪০ জন বালক বাঙ্গালা ভাষা শিক্ষা করে । শ্রীরামপুরের মণ্ডলী। মিশনরিগণ ডেনম সাহেব, রবিনসন (জে) সাহেব, ও ফিক সাহেব । Q তৎসম্বন্ধীয় ৫ জন এ তদেশীয় প্রচারক । ইহার জানুনগর ও বৈদ্যবাট প্যারিপুর ও বারাক পুর ইত্যাদি ১ কিম্বা ১০ স্থানে সুসমাচার ঘোষণা করেন। সর্ব্বশুদ্ধ ২০০ খ্রীষ্টীয়ান, তাহার মধ্যে ১২০ জন মণ্ডলী ভূক্ত আছেন। কলেজে ২০০ বালক ইe\রাজী বিদ্যাভ্যাস করে । এতদ্ভিন্ন ৫ পাঠশালাতে প্রায় ৭৫০ বালক, ও বালিকাদের পাঠশালাতে ৩০ জন এৰ^ ৰেডি৯ স্কুলে ৩০ জন বালিকা পাঠ করে।
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।