পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩ হীন, কিন্তু খ্রীষ্টীয়ান ধর্ম্মাবলম্বিনী ৪ জন মাত্র। স্কুলের কত্রী মিস সাৰিল, তৎসহায়কারিণী মিস্ বাণগ্রিকন এব৯ বিৰিগ্রন্ট। তৎলম্বন্ধীয় খিদিরপুর, এব^ আলিপুরের স্কুলে প্রত্যেকে নূ্যনাধিক ৩০ জন বালিকা বিদ্যা শিক্ষা করিতেছে । حه ভদ্ব্যতিরেকে বালিকাগণের শিক্ষার্থে ৪ ফুল স্থানে ২ স্থাপিত আছে, যথা সুষড়ীর স্কুলে ১৮ জন, ও কাশীপুরের স্কুলে ৩০ জন ইহার শিক্ষক মুনসী ঐব্রজনাথ মুখোপাধ্যায়। কলিঙ্গার স্কুলে ২১ জন হিন্দুস্থানীয় ভাষা শিক্ষা করিতেছে, ইহার কত্রী বিৰি মিলর । এৰ^ অন্য স্কুলে নূ্যনাধিক ২৫ পৰ্টুগালীয় বালিকা ই^রাজী বিদ্যা ও. সূচীকর্ম্ম শিক্ষা করিতেছে, ইহার কত্রী মিস ষ্টাক । হাবড়ার ডুবিত মণ্ডলী। মগণ সাহেব অধ্যক্ষ। এতদেশীয় প্রচারক ঐডোমিজ । এই মণ্ডলীতে সর্ব্বশুদ্ধ ই-\রাজী এৰণ এ তদেশ}য় ২৬ জন ভূক্ত হইয়াছে। ২ বাঙ্গালা পাঠশালায় ১০০ জন বালক বিদ্যাভ্যাস করিতেছে । হাবড়ার মণ্ডলী। সিমসন সাহেব অধJক্ষ । তদন্তঃপাতি ঘুঘড়ি স্থানে প্রযদুনাথ ঘোষ। ষা লাহেব ধর্ম্মঘোষক । নুনাধিক ১০০ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ৩৭ জন মণ্ডলীভুক্ত হইয়াছে। খ্রীষ্টীয়ান বালকদের স্কুলে ২০ জন, ও সাধারণ পাঠশালাতে নুনাধিক ৬০ জন বালক বিদ্যাভ্যাস করিতেছে ।