পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33.8 হিন্দুস্থানীয় মিশন। স্মিথ সাহেব অধ্যক্ষ। নিকলস সাহেব ধর্ম্মঘোষক । এতৎসম্বন্ধীয় ওয়েলসলিস্কোএরস্থ গীর্জা মুসলমানদিগের জন্যে স্থাপিত হইয়াছে। সস্ত্রপ্তদ্ধ ৬৪ জন খ্রীষ্টীয়ান, তন্মধ্যে ২২ জন মণ্ডলীভুক্ত হইয়াছে। স্কুলে ৫৮ জন বালক ই^রাজী, উর্দু, এব^ বাঙ্গালা ভাষা শিক্ষা করে। বিজ্ঞাপন। মিশনরি কনফিরন্স নামক সভাস্থ পাদি সাহেবদের সমাজে স্থির হইয়াছে যে এতদেশীয় কোন গ্রীষ্টীয়ান যদি দোষ প্রযুক্ত নিজ মণ্ডলীর বহির্ভূত অথবা প্রচারকারি পদচ্যুত হয়,তবে সে ব্যক্তির অনুতাপ ও পরামননের সুল্পষ্ট প্রমাণ ন পাইয়া উক্ত সন্ত্রদায়ের কোন মিশনরি সাহেব তাহাকে গ্রাহ্য করিবেন না । আর যদি প্রচারক ৰ৷ শিক্ষকাদি কোন গ্রীষ্টীয়ান আপন মণ্ডলী স্বেচ্ছাপূদ্রক ত্যাগ করে, তবে সেই মণ্ডলীর অধ্যক্ষ কর্তৃক তদ্বিষয়ক কারণ এবও উক্ত ব্যক্তির দোষ রাহিত্য জ্ঞাপিত না হইয়া আর কোন মিশনরি সাহেব তাহাকে গাহ্য করিবেন না। • কাকলউ আগসিল/রি বাইবল সোসাইটি।” কলিকাতা মহানগরী মধ্যে ১৮১১ সালাবধি ধর্ম্মপুস্তক প্রকাশার্থে উক্ত সভা স্থাপিত হইয়াছে; তদ্বারা ধর্ম্মপুস্তক ভারতৰষীয় বিবিধ ভাষায় ভাষান্তরীকৃত ও মুদ্রান্ধিত হইয়া নুনাধিক ৫ লক্ষ পুস্তক দেশ বিদেশে বিনামূল্যে বিতরণ অথবা অল্পমূল্যে বিক্রয় করা গিয়াছে। সোসাইটির সভাপতি ই করি সাহেব, কোষাধ্যক্ষ ওয়েল বর্ণ সাহেৰ এব৯ এ গ্রান্ট লাহেৰ, সমাদক এম ওয়াইলি সাহেব । তৎসহায়কারী মরাণ সাহেব ।