পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o অজুরী মধ্যাজুরীহইতে ১৪•• ক্রোশ দুর ; তাহার স্থূলতা ৩৬ee ক্রোশ এব• তাঙ্কার ব্যাস 2 to Sesees ४१क ढणचा ক্রোশ আছে। মঙ্গল শুক্র বুধ ও নেখুন, এই চারি মহাগ্রহের এবং দশ উপগ্রেহের কোন চন্দ্র দুরবীনদ্বারা অদfপর্যন্ত দেখা যায় নাই । হে প্রভো পরমেশ্বর, তুমি আপন মহিম ও প্রভাবযুক্ত হস্ত আপন দাসের কাছে প্রকাশ করিতে আরম্ভ করিয়াছ ; স্বর্গে কি মত্তো তোমার ক্রিয়ার ন্যায় ও তোমার প্রভাবের ন্যায় করিতে পারে, এমত ঈশ্বর আর কে আছে ? দ্বিতীয় বিবরণ ৩। ২৪ । ৫ ধূমকেতুর বিষয় । ধূমকেতু এক প্রকার গ্রহ বিশেষ ; কিন্তু গ্রহদিগের মত গোল পথে ভ্রমণ না করিয়া ডিম্বাকৃতি দীর্ঘ পথে সূর্যt. কে বেষ্টন করে। ধূমকেতু সমূহ সূর্যের কিরণেতে প্রজজলিত হইয়া শিখাবিশিষ্ট নক্ষত্র ৰূপে দৃশ্য হয়। তাছার চন্দ্রপেক্ষা বৃহৎ নহে, বরং অনেক ধূমকেতু তাহাহইতে ক্ষুদুঃ তথাচ তাহাদের শিখা অতিশয় দীর্ঘাকার। বিশেষতঃ ই ১৮১১ সালে যে কেতু দেখা গিয়াছিল, তাহার স্থল বাস ২১২ ক্রোশ মাত্র, কিন্তু তাছার চতুর্দ্দিকস্থ কিরণ ৬৩৫•• ক্রোশ, ও তাহার শিখ। ৫••••••• পাচ কোটি ক্রোশ পরিমিত দীর্ঘ। ঐ সালে অকটোবর মাসের ১১ তারিখে সে পৃথিবীর নিকটে উপস্থিত হওয়াতে তাহাহইতে পাচ কোটি পয়ষট্টি লক্ষ ৫৬৫•••••ক্রোশ দুর ছিল।