পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b অদাপি জ্যোতিষিকের প্রায় ৫•• ধূমকেতু দেখি য়াছেন, এবং সে সকলের মধ্যে কোন ২ কেতুর গতি কালাদির নির্ণয় করিয়াছেন । ই ১৮৩৫ সালের আগষ্ট মাসাবধি অকটোবর মাস পর্যন্ত যে মহাকেতু সৰ্ব দেশে সুদৃশ্য ছিল, সে ৭৫ বৎসরের মধ্যে সূর্যকে বেষ্টন করিয়া পৃথিবীস্থ লোক কর্তৃক দৃষ্ট হইয় থাকে । খ্রীষ্টীয় শকারম্ভের ১৩ বৎসর পূর্বাবধি অদ্য পর্যন্ত পরম্পরাগত কোন ২ ইতিহাস গ্রন্থে উক্ত কেতুর প্রকাশ হওনের বিবরণ লিখিত আছে; কিন্তু ইo'১৬৮২ সালে ডক্টর হাল্লি সাহেব কর্তৃক তাহার গতি বিধি প্রথমতঃ নিশ্চিত হয়। ঐ সাহেবের নামানুসারে সে হাল্লির কেতু নামে বিখ্যাত হইয়া আছে । এঙ্কি নামক ক্ষুদ্র এক কেতু বৃহস্পতির পথকে উল্লঙ্ঘন না করিয়া প্রায় ৩। বৎসরের মধ্যে সূর্য্যকে একবার বেষ্টন করে। সুতরা কেতু হউক বা গ্রহ হউক, ইহার সূর্যের যত নিকটবর্ত্তী হয়, তত শীঘ্র স্ব ২ কক্ষাতে পরিভ্রমণ করে; যথা বুধ অনrগ্রহগণাপেক্ষ সূর্যের নিকটবর্ত্তী হওয়াতে আপন পথে ১ ঘণ্টার মধ্যে ৭৫০•• ক্রোশ গমন করে, কিন্তু সর্বাপেক্ষ দূরস্থ যে হর্ষল, সে তত কালে কেবল ৭৫০০ ক্রোশ গমন করে । পরমেশ্বর কহেন, তোমরা দেবপূজকদের ব্যবহার শিথিও না ; দেৰ পূজকের যদ্যপি আকাশের লক্ষণদ্বারা ভীত হয়, তথাপি তোমরা তাহtহইতে ভীত হইও না। যিরিমিয় ১০ ৷ ২ ৷