পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ ও পৃথিবীর বিষয় । ঈশ্বর শূন্যের মধ্যে পৃথিবীর উত্তরকেন্দ্র বিস্তীর্ণ করেন ও শূন্যের উপরে পৃথিবীকে,কুলান । আয়ুৰ ২৬ । ৭। গ্রহদিগের প্রকরণের মধ্যে পৃথিবীর ব্যাসাদি কোন ২ বিষয় লিখিত আছে; সম্প্রতি বিশেষ করিয়া তৎপরিমাণাদি লেখা যাইতেছে । - পৃথিবীর পূর্ব পশ্চিম পরিধি নুনাধিক ১২৫০ : ক্রোশ, কিন্তু উত্তর দক্ষিণ পরিধি তদপেক্ষ কিঞ্চিৎ ক্ষুদ্র। সূর্যf. হইতে পৃথিবী প্রায় ১৪••••• চৌদ্দ লক্ষ গুণ ক্ষুদ্র, এবং চন্দ্রাপেক্ষা প্রায় ৫০ গুণ বৃহৎ । পৃথিবী স্বপথে গমন করত জুন মাসের ২১ তারিখে অন্য সময়াপেক্ষ সূর্যের দুরবর্ত্তী, এব° ডিসেম্বর মাসের ২১ তারিখে সর্বাপেক্ষ নিকটবর্ত্তী হয়; ফলতঃ দক্ষিণায়ন কালাপেক্ষা উত্তরায়ণ কালে পৃথিবী ১৫০০০০০ পনেরো লক্ষ ক্রোশ সূর্যের নিকটস্থ হয়। পৃথিবীর উপরিভাগ জলও স্থলদ্বারা বিভক্ত, তাহাতে নুনাধিক তিন অংশ জল এক অংশ স্থল আছে ; কিন্তু অন্তরে কি ২ আছে তাহ বলা যায় না। কারণ পৃথিবীর অন্ধ বrাস, অর্থাৎ উপরি ভাগ অবধি মধJ স্থল পর্যন্ত ২০০০ ক্রোশ ; কিন্তু ধাতু ও রত্ব ইত্যাদি বহু মূল দুব উদ্ধার করণের নিমিত্তে যে সকল গর্ত্ত খনন করা গিয়াছে, তাহার মধ্যে যে অতি গভীর, সেও প্রায় অন্ধ ক্রোশের অধিক নহে ; সুতরা পৃথিবীর অন্তরস্থের বিষয় অদfাপি নিশ্চিত হয় নাই ।