এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
-> XX
- ৮ গ্রহণের বিষষ। চন্দ্র আপন পথে ভ্রমণ করত যখন পৃথিবী ও সূর্ষেন্ন মধ্যগত হয়, তখন চন্দ্র কর্তৃক সূর্য আচ্ছন্ন হওয়াতে সূর্যগ্রহণ হয় ; তক্রপে পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মধ্যস্থ হয়, তখন পৃথিবীর ছায়। চন্দ্রের উপরে পড়াতে চন্দ্রগ্রহণ হয়। ফলতঃ সূর্য্য গ্রহণ কেবল অমাবস্যাতে ও
চন্দ্রগ্রহণ পূর্ণিমাতেই হইতে পারে। পরমেশ্বর কহেন, আমি আকাশমণ্ডলকে কৃষ্ণৰণতদ্বিার। আচ্ছাদন করিং ও চট পরিধান করাই । যিশfয়ায় ৫০ । ৩ । ষ্ট্রে গ্রহণের বিশেষ নিয়ম ও চন্দ্র কলার হ্রাস বৃদ্ধির কারণ ইত্যাদি সকল পরে বিস্তারিত করিয়া লেখা যাইবে । দেখা, ঈশ্বরের কর্ম্মের এই লেশ মাত্র হয় ; উপহার বিষয়ে *াকলী মাত্র শুনা সাtয় । তবে তাহার পরাক্রম রূপ গজ্জন ৰুে ৰুঝিতে পারে ? আয়ুব ২৬ । ১৪ । মনুষ্যদের ব্যবহৃত ও প্রকার গতিক্রমদ্বার। পৃথিবীর পরিধি এব° সূর্য্যাদির দুরতার তুলন। ১ এতদেশীয় যাত্রিক লোকদিগের স্বাভাবিক গতিক্রমে (অর্থাৎ এক দিবসে ৮ ক্রোশ করিয়া ) যদ্যপি কোন ব্যক্তি পৃথিবীকে অবক্রপথে গমন করিয়া বেষ্টন করিতে পারিত, তবে ৪। বৎসরের মধ্যে এক বেষ্টন সমাপন করিত, এব- পৃথিবীহইতে চন্দ্র পর্যfস্তু ঐ ৰূপে গমন করিলে ৭১ বৎসরেতে পহুছি ত ।