খ্রীষ্টীয়পদক আদিতে ঈশ্বর আকাশ মণ্ডলের ও পৃথিবীর সৃষ্টি করিলেন। আদি পুস্তকের ১ অধ্যায়ের ১ পদু। অপর ঈশ্বর কছিলেন, রাত্রিহইতে দিবসকে বিভিন্ন করণের নিমিত্তে, এৰণ দিবস ও বৎসর ও ঋতু ও চিহ্নের নিমিত্তে আকাশ মণ্ডলে ‘জ্যোতিগণ উৎপন্ন হউক ; এব^ পৃথিবীতে আলোক দিবার জন্যে আকাশ মণ্ডলে স্থিত হউক, তাহাতে সেই রূপ হইল। এই প্রকারে ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি, ও রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা এক ক্ষুদ্র জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতির এব^ নক্ষত্রগণের সৃষ্টি করিলেন। আদিপুস্তক ১ । ১৪—১৬ । হে ঈশ্বর, তুমি আদিতে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, এব^ আকাশ মণ্ডল তোমার হস্তকৃত। উভয়েই বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্য, সে সমস্ত বস্ত্রের ন্যায় জৰ্জ্জুরীভূত হইবে, এল৭ তুমি বন্ধের ন্যায় গুলিলে তাহার পরিবর্তন হইবে ; কিন্তু তুমিই নিত্য, তোমার বৎসরের ক্ষয় কদাচ হইবে না। ১০২ १ीठ १6-९१ ।। o বৎসরাদি বিশেষ ২ কাল নিৰূপণের বিষয়। পরমেশ্বরের উল্লেখিত নিয়মানুসারে জগৎ সৃষ্টি অবধি তাবৎ দেশীয় লোকেরা সূর্য ও চন্দ্র ও নক্ষত্রগণদ্বারায় কালাদি গণনা করিয়া আসিতেছে; যথা সূর্যের প্রাতf ছিক চক্রগতিদ্বারা দিবারাত্রি সদা সৰ্বত্র গণনা করা গি
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।