२ 8 ভারতবর্ষে প্রচলিত নানা বৎসরের উৎপত্তির निप्रभfन °iब्लिक ! খ্রীষ্টাব্দ কি না ইংরাজীসন খ্রীষ্টের জন্মাবধি গৃহীত হয়। শকাব্দ কি না শালিবাহনের সন খ্রীষ্ট্ৰীয় ৭৯ সালে উৎপন্ন হয় । বঙ্গাব্দ খ্রীষ্টীয় সনের ৫৯৪ সালে আরব্ধ হয় । হিজরী সনের আরম্ভ খ্রীষ্টাব্দের ৬২২ সালের ১৬ জুলাইতে হয়। O বিলায়র্তী ও ফসলী এই উভয় সনের উৎপত্তি খ্রীষ্টাব্দের ৫৯৩ বৎসরে হয় । মগী সন খ্রীষ্টাব্দের ৬৩৯ সালে আরব্ধ হয়। খ্রীষ্টীয় শকের পূর্বে ৩১২ বৎসরের মাঘীপূর্ণিমাতে শুক্রবারে ( অর্থাৎ ফেব্রুয়রি মাসের ১৮ তারিখে ) কলিযুগাব্দের আরম্ভ হয়। সম্বং কি না বিক্রমাদিত্যের সাল খ্রীষ্টাব্দের পূর্বে ৫৬ বৎসরের মার্চ মাসে আরব্ধ হয়। বঙ্গাব্দ ও বিলায়তী এবং ফসলী এই তিন সন খ্রীষ্টাব্দের ১৫৫৬ সালাবধি ব্যবহৃত হয় । উক্ত বৎসর সকলের বিশেষ ২ নিয়ম। শকাব্দ আর বঙ্গাব্দ ও চট্টগ্রামে প্রচলিত মগী সন সৌরমানে গৃহীত হয়। আর উড়িযJায় প্রচলিত যে রাজকীয় বিলায়তি সন, সেও সৌরমানে গণিত হয়, কিন্তু
পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।