পাতা:ইং ১৮৫১ সালের খ্রীষ্টীয় পঞ্জিকা.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·ტ9 ভূক, আপন নিয়োজিত এক পুরুষদ্বার। ষে দিনে তিনি ন্যায়েতে পৃথিবীন্থ তাবৎ লোকের বিচার করিবেন, এমন এক দিন নিরুপণ করিয়াছেন ; আর তাহাকে কবর হইতে উথিত করাতে তদ্বিষয়ে সকলের নিকটে প্রমাণ দিয়াছেন ।” “ এই বর্তমান আকাশমণ্ডল ও পৃথিবী ঈশ্বরের বাক্যদ্বারা অধার্ম্মিক লোকদের বিনাশক বিচারদিন পর্য্যন্ত অগ্নির নিমিত্তে সঞ্চিত ও রক্ষিত আছে। রাত্রিকালে চোরের ন্যায় প্রভুর দিন আসিবে ; তৎকালে মহাশব্দে আকাশমণ্ডল লুপ্ত হইবে, এব^ মহাতাপে মূলবস্তু সকল গলিয়া যাইবে, ও পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্ব দগ্ধ হইবে। এই সমস্ত যদি লুপ্ত হইবে, তবে যে দিনে আকাশমণ্ডল দগ্ধ হইয় লুপ্ত হইলে ও মূলবস্তু সকল মহাতাপে গলিয়া যাইবে ঈশ্বরের এম ত প্রকাশ হওন দিনের অপেক্ষা ও আকা করিয়া সম্বলি যয়ে পবিত্র আচরণে ও ঈশ্বরলেলাতে কি প্রকার লোক হওয়া তোমাদের উচিত ! কিন্তু আtমরা তাহার প্রতিজ্ঞানুসারে ধর্ম্মের আবাস যে নূতন আকাশ মণ্ডল ও নূতন পৃথিবী তাহার অপেক্ষাতে আছি।”

    • আমি এক ੋਜ আকাশ মণ্ডল ও নূতন পৃথিবীকে দেথিলাম। পূদ্রীয় আকাশমণ্ডল ও পৃথিবী লুপ্ত হইয়াছিল, সমুদ্র ও আর হক্টল না। পরে স্বগহষ্টতে এই গভীর আকাশবাণী শুনিলাম, দেখ, মনুষ্যদের মধ্যে ঈশ্বরের আলাস আছে, এর ৭ তাহাদের মধ্যে তিনি বাস করিবেন, এব^ তাহারণ র্তাহার লোক হইবে, এ বণ তিনি আপনি তাহদের ঈশ্বর হইয় তাহদের ' সঙ্গে থাকিবেন। এব৯ ঈশ্বর তাহাদের চক্ষুর তাবৎ কল মুছাইয়া দিলেন, তাছাতে মরণ আর কখনো হইবে না, এব^ শোক fক রোদন কি ব্যথা কিছুই আর কখনো হইবে না ; পূদ্রীয় এই সকল গত হইল।” ইতি ।